বেতন-ভাতা নেবেন না প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী
সরকারি বেতন-ভাতা নেবেন না প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এজন্য তার নিয়োগ অবৈতনিক করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
রবিবার (৩ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। মঙ্গলবার প্রজ্ঞাপনের বিষয়টি প্রকাশ্যে আসে। নতুন প্রজ্ঞাপনে আগের প্রজ্ঞাপনের শর্ত পুনর্বিন্যাস করার কথা বলা হয়েছে।
পুনর্বিন্যাস করা প্রজ্ঞাপনে লুৎফে সিদ্দিকীর নিয়োগ বৈতনিক বলে উল্লেখ করা হয়। তিনি প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত থাকাকালীন সময়ে যে সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন তা হলো- সরকারি কাজে ব্যবহৃত গাড়ি; এবং সরকারি ভ্রমণের ক্ষেত্রে নগদ ভাতা নেওয়া ছাড়া প্রকৃত যাতায়াত ও আবাসন সুবিধা।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর লুৎফে সিদ্দিকীতে প্রধান উপদেষ্টার দূত নিয়োগ দেওয়া হয়। ওই সময়ে নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছিল- আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি উপদেষ্টা পদমর্যাদার বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। আগের প্রজ্ঞাপনে পদমর্যাদার বিষয়টি স্পষ্ট করা হলেও নতুন করে জারি করা প্রজ্ঞাপনে পদমর্যাদার কথা উল্লেখ করা নেই।
লুৎফে সিদ্দিকী লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিকাল সায়েন্সের ভিজিটিং প্রফেসর এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরে, অ্যাডজাংক্ট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আর্থিক ও মুদ্রা নীতি সম্পর্কিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফিউচার কাউন্সিলের সদস্য। তিনি অর্থায়ন এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের ভবিষ্যতের জন্য কাউন্সিলগুলোতে বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তার ইউবিএস, বার্কলেস ক্যাপিটাল এবং ডয়চে ব্যাংকে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
আরও পড়ুনইউবিএস ইনভেস্টমেন্ট ব্যাংকে তার শেষ ভূমিকাটি ছিল গ্লোবাল হেড অব ইমারজিং মার্কেট, ফরেন এক্সচেঞ্জ রেট এবং ক্রেডিট। এছাড়া তিনি ইউবিএস নলেজ নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা প্রধান। বার্কলেস ক্যাপিটালে তিনি এশিয়া-প্যাসিফিকের ফরেন এক্সচেঞ্জ ডিস্ট্রিবিউশন এবং কর্পোরেট রিস্ক অ্যাডভাইসরির প্রধান ছিলেন। ইউবিএস এবং বার্কলেস ক্যাপিটালে তিনি সিঙ্গাপুর এবং যুক্তরাজ্য উভয় স্থানেই নিয়জিত ছিলেন।
এর আগে, তিনি লন্ডনের ডয়চে ব্যাঙ্কে ফরেন এক্সচেঞ্জ স্ট্রাকচারিংয়ের প্রধান ছিলেন। তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে অর্থনীতিতে এমএসসি, ইয়র্ক ইউনিভার্সিটি থেকে একনোমেট্রিক্সে বিএসসি (অনার্স), পাশাপাশি হার্ভার্ড এবং অক্সফোর্ডের লিডারশিপ সনদ অর্জন করেছেন।
এছাড়া ২০২১ সালের জানুয়ারিতে বিনিয়োগ ব্যবস্থাপনা পেশাদারদের আন্তর্জাতিক সংস্থা সিএফএ ইনস্টিটিউটে প্রথম বাংলাদেশি ব্যবস্থাপনা পরিচালক (রিজিওনস ও সোসাইটি রিলেশন) হিসেবে যোগ দেন লুৎফে সিদ্দিকী।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এ সরকারের সদস্যসংখ্যা এখন পর্যন্ত ২১।
মন্তব্য করুন