ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকসহ আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার : তিনটি গরু উদ্ধার

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকসহ আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার : তিনটি গরু উদ্ধার, ছবি : দৈনিক করতোয়া

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ গত বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাকসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করে তিনটি গরু উদ্ধার করেছে।  পুলিশ জানান, গত ২৪ অক্টোবর রাত আনুমানিক ১টায় উপজেলার চামরুল তালুকদার পাড়ার মৃত বদর উদ্দীনের ছেলে আব্দুল হাকিমের বাড়ি ১৩ থেকে ১৪ জন ডাকাত প্রবেশ করে।

ডাকাতদল গৃহকর্তা আব্দুল হাকিমসহ বাড়ির লোকজনকে মারপিট করে গোয়াল ঘরের দরজা ভেঙ্গে দুইটি গাভী, দুইটি বোকনা বাছুরসহ আলমারি ভেঙ্গে ৫০ হাজার টাকা এবং তার স্ত্রী, মেয়ে ও নাতনীর কান থেকে সোনার কানের দুল, তিনটি মোবাইল নেয়। ডাকাতদল মালামাল লুট করে নিয়ে যাওয়ার পর তাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে তাদের হাত পায়ের বাঁধন খুলে উদ্ধার করে।

এ ব্যাপারে আব্দুল হাকিম বাদি হয়ে অজ্ঞাতনামা ১৩ থেকে ১৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তদন্ত নাসিরুল ইসলাম গত বৃহস্পতিবার বগুড়া-জয়পুরহাট ও গাইবান্ধার বিভিন্ন এলাকায় অভিযান চালান। এসময় ঘটনার সাথে জড়িত বগুড়া সদরের চাঁদ পাড়া গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে মামুন মিয়াকে (৪০) জয়পুরহাট জেলার কালাই উপজেলার পাঁচশিরা বাজারস্থ হাইওয়ে রাস্তার উপর থেকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

এসময় ডাকাতি কাজে ব্যবহৃত ট্রাক (ঢাকা মেট্রো-ট-১২-২৯৬৮) ও তালাসহ দড়জা ভাঙ্গার সরঞ্জামাদি উদ্ধার করেন। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ববনপুরী গ্রামের মৃত নূর ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৩৩) কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। আসামিদ্বয়ের স্বীকারোক্তি মোতাবেক বগুড়া জেলার গাবতলী থানার কামার গ্রামের পলাতক অপর এক আসামির বাড়ি থেকে লুট হওয়া তিনটি গরু উদ্ধার করে।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, বগুড়া জেলা পুলিশ সুপারসহ উদ্ধতন কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকির ও দিক নির্দেশনার মাধ্যমে ঘটনার দু’সপ্তাহের মধ্যেই ডাকাতির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার ও লুট হওয়া তিনটি গরু উদ্ধার করা সম্ভব হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩২ বছর পর মধ্যরাতে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশের প্রস্তুতি চূড়ান্ত

পঞ্চগড়ের তেঁতুলিয়া সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে দুদক’র অভিযান

পাবনার বেড়ায় পেঁয়াজ সংরক্ষণে উন্নত পদ্ধতির ঘর

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে ৫৮৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

দিনাজপুর শিক্ষাবোর্ডর এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫ জনকে বহিষ্কার