টস জিতে নাহিদ রানাকে অভিষেক করিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় তথা সিরিজ নির্ধারণী ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। চোট পেয়ে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছিটকে যাওয়ায় তার জায়গায় আজ অধিনায়কের দায়িত্বে মেহেদী হাসান মিরাজ।
প্রথম ম্যাচে ৯২ রানের পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে ৬৮ রানের অসাধারণ জয় পায় বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেটি তাই অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। বাংলাদেশ দুটি পরিবর্তন নিয়ে আজ খেলতে নেমেছে। শান্ত ছিটকে যাওয়ায় প্রত্যাশিতভাবে একাদশে এসেছেন জাকির হাসান। তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় আজ অভিষেক হয়েছে আরেক পেসার নাহিদ রানার। আফগানিস্তানের একাদশ অবশ্য অপরিবর্তিত।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, জাকির হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটরক্ষক) মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আরও পড়ুনআফগানিস্তান একাদশ : সেদিকুল্লাহ অটল, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদী (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, এএম গজনফর, নানগেয়ালিয়া খারোটে, ফজল হক ফারুকি।
মন্তব্য করুন