ভিডিও সোমবার, ০৭ জুলাই ২০২৫

নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে গুলি করে হত্যা

নিহত যুবক মো. জুবায়ের

কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। 

গতকাল রোববার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত ক্যাম্পে ঢুকে ওই রোহিঙ্গা যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে।

নিহত যুবকের নাম মো. জুবায়ের (২৩)। তিনি ওই ক্যাম্পের সি-ব্লকের মো. আমিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রোহিঙ্গা কমিউনিটি লিডার রহিম উল্লাহ।

আরও পড়ুন

তিনি বলেন, রোববার রাতে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে ঢুকে জুবায়েরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে জুবায়ের আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় এক যুবক নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা নির্বাচন চাই সংস্কার ও জুলাই ঘোষণাপত্রসহ-রাজশাহীতে হাসনাত আবদুল্লাহ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭

বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ বলে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে: মির্জা ফখরুল

ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির নেই: সালাহউদ্দিন

হারুন-বিল্পবের বিরুদ্ধে মামলা করেছি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করুন