ভিডিও বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

বগুড়ার ধুনটে আ‘লীগের ৬১ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

বগুড়ার ধুনটে আ‘লীগের ৬১ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা, প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠানে ককটেল হামলা, ভাংচুর ও ব্যানারে অগ্নিসংযোগের অভিযোগে আওয়ামী লীগের ৬১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ধুনট শহরের হোটেল আরাফাতের ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক রনি বাদি হয়ে মঙ্গলবার রাতে থানায় এ মামলা দায়ের করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম খান।

এ মামলায় অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি বেলাল হোসেনকে (৪২) গ্রেপ্তার করেছে। বেলাল হোসেন উপজেলার আড়কাটিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে কালেরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক।

মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের বিএনপি নেতা আব্দুল খালেক মন্ডলের ছেলে এমদাদুল হক রনির শহরে হোটেল আরাফাত নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানের দ্বিতীয় তলায় বিএনপির দলীয় কার্যালয় অবস্থিত।

আরও পড়ুন

২০২২ সালের ৩০ মে সকাল ১১টায় দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া মাহফিলের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠানে হামলা চালিয়ে নেতাকর্মীদের মারপিট, ভাংচুর ও ব্যানারে অগ্নিসংযোগ করে।

এসময় হামলাকারীরা ককটেল বিস্ফোরন ঘটিয়ে হোটেল আরাফাতেও ভাংচুর ও টাকা লুট করে নিয়ে যায়। সে সময় থানায় মামলা নেয়া হয়নি। এখন রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হওয়ায় মামলাটি করলেন বলে বাদি মামলার আরজিতে উল্লেখ করেছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ মামলার এজাহারভুক্ত আসামি বেলাল হোসেন নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গতকাল বুধবার দুপুরের পর থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে বসে শেখ হাসিনার মোবাইল ফোন ব্যবহার ও বিবৃতি নিয়ে ঢাকার অসন্তোষ

হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলায়মান কারাগারে 

ফোনের ব্যাটারির আয়ু বাড়াতে করণীয়-বর্জনীয়

‘চক্ষু সেবা ক্যাম্প’ পরিচালনা করলো ‘আমরা বিএনপি পরিবার’

লৌহজংয়ে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ; আহত ৬

চুয়াডাঙ্গায় পান বরজের পাশে থেকে নারীর মরদেহ উদ্ধার