ভিডিও শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

বন্ধ বিদ্যুৎকেন্দ্র সচল করার নির্দেশ হাইকোর্টের

বন্ধ বিদ্যুৎকেন্দ্র সচল করার নির্দেশ হাইকোর্টের, ছবি: সংগৃহীত

বন্ধ সব বিদ্যুৎকেন্দ্র সচল করতে সরকারকে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি সরকার চাইলে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনাও করতে পারবে। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ ঘোষণা করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন।

রায় ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিটের পক্ষে শুনানি করা আইনজীবী ড. শাহদীন মালিক জানান, দায়মুক্তি দিয়ে করা আইন অবৈধ এবং ক্রয় সংক্রান্ত বিষয়ে কোনো ব্যক্তির একক ক্ষমতা গণতান্ত্রিক দেশে থাকতে পারে না বলে জানিয়েছে আদালত, এটি সংবিধানের পরিপন্থি। কুইক রেন্টাল লুটপাটের বিশেষ বিধান আইন ছিল বলে মন্তব্য করে শাহদীন মালিক আরও বলেন, কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ এর ৯ ধারায় দায়মুক্তি অবৈধ ছিল বলে আদেশ দিয়েছেন আদালত। কুইক রেন্টালের বিশেষত্ব হলো বিদ্যুৎ সরবরাহ না করলেও চুক্তির পুরো টাকা পাবে। লুটপাটকে আইনি ভিত্তি দেওয়া হয়েছিল এ আইনের মাধ্যমে। দেশ ও জনগণের স্বার্থে বন্ধ থাকা সব বিদ্যুৎকেন্দ্রগুলো দ্রুত যেন উৎপাদনে যেতে পারে সে বিষয়ে পক্ষে সরকারকে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া সরকার চাইলে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনাও করতে পারবে বলেও জানান এই আইনজীবী।

আরও পড়ুন

গত ২ সেপ্টেম্বর কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ এর ৯ ধারায় দায়মুক্তি কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এর আগে কুইক রেন্টালে দায়মুক্তি এবং ক্রয় সংক্রান্ত ৬ (২) ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারো নির্মম ঘটনার সাক্ষী বগুড়া | Bogura | Daily Karatoa

বগুড়ার ডক্টরস ক্লিনিকে রোগীর মৃ - ত্য ‘কে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড | Clinic | Daily Karatoa

বগুড়া ডক্টরস ক্লিনিকে রোগীর মৃত্যুতে তুলকালাম কান্ড

অভ্যুত্থানে আহতদের নিয়ে কাজ করা রাজনৈতিক দলের কর্তব্য: নাহিদ ইসলাম

মুন্সিগঞ্জে হত্যা মামলায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

ময়মনসিংহে গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬, আসামিরা জামিনে