ভিডিও সোমবার, ২১ জুলাই ২০২৫

আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে দেশটির রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে জানান, কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত ওই বৈঠকে ড. ইউনূস ও ইলহাম আলিয়েভ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

 এর আগে কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে গত সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আজারবাইজানের উদ্দেশে পাড়ি জমান প্রধান উপদেষ্টা। পরবর্তীতে দেশটির রাজধানী বাকুতে কপ২৯ বৈশ্বিক জলবায়ু পরিবর্তন শীর্ষক সম্মেলনের উদ্বোধনী দিনে ব্যস্ত সময় পার করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সম্মেলনের উদ্বোধনী দিনে ড. ইউনূস বিশ্বের অন্তত ২০টি দেশের শীর্ষ নেতা ছাড়াও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরমধ্যে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং তুর্কি ফার্স্ট লেডিও।

আরও পড়ুন

রাষ্ট্রীয় সফরসূচি অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর পর্যন্ত আজারবাইজানে অবস্থান করবেন প্রধান উপদেষ্টা। এই সময়ে দেশটির রাজধানী বাকু’তে অনুষ্ঠিত এ সম্মেলনে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ নিজেদের দাবিগুলো তুলে ধরবে। এছাড়াও ড. ইউনূস বিশ্ববাসীর কাছে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন। অন্যদিকে সফরকালে প্রধান উপদেষ্টার জলবায়ু সম্মেলনের বিভিন্ন ফোরামে বক্তব্য দেয়ার কথা রয়েছে। সেই সঙ্গে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠকের কথাও রয়েছে ড. মুহাম্মদ ইউনূসের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া নন্দীগ্রামে নিজ বাড়ি থেকে আ’লীগ নেতা গ্রেফতার

তিস্তা সেচ ক্যানেলে বাঁধ বিধ্বস্ত হয়ে ৯০ একর আমন ক্ষেত পানির নিচে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক এপিপি এড. মিজান গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের বাড়ছে নদীর পানি অতিবৃষ্টিতে আক্রান্ত ১৩শ বিঘা জমির ফসল

রংপুরে ২১টি যানবাহনের ৪৫ হাজার টাকা জরিমানা

বগুড়া ফুলবাড়ীর শাকিল হত্যা মামলার আসামি রাজু ঢাকায় গ্রেফতার