ভিডিও সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

হামাসকে শেষবারের মতো সতর্ক করলেন ট্রাম্প

হামাসকে শেষবারের মতো সতর্ক করলেন ট্রাম্প,ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, জিম্মিদের মুক্তি দিতে হামাসকে অবশ্যই চুক্তি মেনে নিতে হবে। এক প্রতিবেদনে একথা জানিয়েছে সংবাদমাধ্যম ফ্রান্স২৪।

ট্রাম্প বলেন, ‘ইসরাইল আমার শর্ত মেনে নিয়েছে। এবার হামাসকেও শর্ত মেনে নিতে হবে। আমি হামাসকে সতর্ক করেছি, শর্ত না মানলে এর পরিণতি ভোগ করতে হবে। এটি আমার শেষ সতর্কবার্তা।’এর কিছুক্ষণ পরেই প্রকাশিত এক বিবৃতিতে হামাস বলেছে, তারা অবিলম্বে আলোচনার টেবিলে বসতে প্রস্তুত। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস রোববার জানিয়েছে, হোয়াইট হাউজের দূত স্টিভ উইটকফ গত সপ্তাহে হামাসের কাছে গাজায় জিম্মি এবং যুদ্ধবিরতি চুক্তির জন্য একটি নতুন প্রস্তাব পাঠিয়েছেন।

তবে এ প্রস্তাবের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি হোয়াইট হাউজ। রোববার ট্রাম্প জানান, ‘খুব শিগগিরই এ বিষয়ে জানতে পারবেন।’

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। ভালো কিছু ঘটতে পারে। আমি মনে করি খুব শিগগিরই গাজা নিয়ে আমরা একটি চুক্তিতে পৌঁছাতে যাচ্ছি।’

আরও পড়ুন

এর আগে মার্চ মাসের শুরুর দিকে একই ধরনের সতর্কবার্তা দিয়েছিলেন ট্রাম্প। ওই সময় তিনি হামাসের উদ্দেশে বলেছিলেন, অবিলম্বে বাকি সব জিম্মিকে মুক্তি দিতে হবে এবং নিহত ব্যক্তিদের মরদেহ হস্তান্তর করতে হবে।

ইসরেইলি সেনাবাহিনী বলছে, জিম্মিদের অন্তত ২৫ জন নিহত হয়েছেন ও ইসরাইল তাদের মরদেহ ফেরত চায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকুয়েডর ম্যাচে নতুন একাদশে মাঠে নামবে আর্জেন্টিনা!

পুতিনের চাওয়া পূরণ করে দিয়েছেন ট্রাম্প : জেলেনস্কি

বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাইয়ের ধর্ষণের শিকার স্কুলছাত্রী

আফগানদের বিধ্বস্ত করে ত্রিদেশীয় সিরিজ পাকিস্তানের

মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামাস

অস্ত্র উদ্ধারে গিয়ে অবরুদ্ধ র‌্যাব, আসামি ছিনিয়ে নিলো জনতা