ভিডিও সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

ইকুয়েডর ম্যাচে নতুন একাদশে মাঠে নামবে আর্জেন্টিনা!

ইকুয়েডর ম্যাচে নতুন একাদশে মাঠে নামবে আর্জেন্টিনা!, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর। সেই ম্যাচে আলবিসেলেস্তেদের শুরুর একাদশে দেখা যেতে পারে একাধিক পরিবর্তন। 

তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি আভাস দিয়েছেন ভেনেজুয়েলার বিপক্ষে শুরুর একাদশে না থাকা একাধিক ফুটবলার ইকুয়েডরের বিপক্ষে শুরুর একাদশে থাকতে পারেন। ফুটবলারদের পরীক্ষা-নিরীক্ষা চালালেও জয় ছাড়া কিছুই ভাবছেন না আর্জেন্টিনার কোচ। ভেনেজুয়েলা ম্যাচে বদলি নামা লাউতারো মার্টিনেজকে শুরু থেকে দেখা যেতে পারে ইকুয়েডর ম্যাচে। পুরোপুরি ফিট না থাকায় ভেনেজুয়েলা ম্যাচ না খেলা মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ইকুয়েডরের বিপক্ষে শুরুর একাদশে থাকতে পারেন।

বিশ্বকাপজয়ী ফুটবলার মেসি আগেই জানিয়েছেন, ইকুয়েডর ম্যাচ খেলবেন না তিনি। ফলে, স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার ফরোয়ার্ড লাইনে আসছে পরিবর্তন। ভেনেজুয়েলার বিপক্ষে নিকোলাস পাজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুনো। তবে ইকুয়েডর ম্যাচে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে একাদশ নাও দেখা যেতে পারে। আক্রমণভাগে লাউতারোর সঙ্গে হুলিয়ান আলভারেজকে দেখা যেতে পারে। ভেনেজুয়েলার বিপক্ষে বদলি হিসেবে নামার পর গোল করেছিলেন এল তোরো। চোট কাটিয়ে ফিরলেও ভ্রমণজনিত কারণে আগের ম্যাচে মাঠে নামেননি ম্যাক অ্যালিস্টার। রক্ষণভাগে একটি পরিবর্তন নিশ্চিত আর্জেন্টিনার। টানা দুই ম্যাচে দুটি হলুদ কার্ডের কারণে নিষেধাজ্ঞায় আছেন ক্রিস্টিয়ান রোমেরো। তার জায়গায় মাঠে নামার সম্ভাবনা সবচেয়ে বেশি লিওনার্দো বালের্দি।

আরও পড়ুন

নিকোলাস গঞ্জালেসকেও শুরুর একাদশে দেখা যেতে পারে। স্কালোনির ভরসার খেলোয়াড় তিনি, তাই বাছাইপর্বের শেষ ম্যাচে শুরুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের সামনে পুরো প্রক্রিয়া রাখতে চাই : উপাচার্য

কুমিল্লায় মা-মেয়ে হত্যার ঘটনায় কবিরাজ আটক

এবারও দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ইলিশ

ডাকসু নির্বাচন সমগ্র জাতির জন্য উদাহরণ সৃষ্টি করবে : উপাচার্য

বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক দল: মির্জা ফখরুল

মেহেরপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা, যুবক গ্রেফতার