ভিডিও সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাইয়ের ধর্ষণের শিকার স্কুলছাত্রী

বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাইয়ের ধর্ষণের শিকার স্কুলছাত্রী,ছবি: প্রতিকী।

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাইয়ের ধর্ষণের শিকার হয়েছে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী (১৩)। ওই ছাত্রীকে বাড়িতে একা পেয়ে তার দুলাভাই ঘরের ভেতর নিয়ে গলায় ছুরি ধরে একাধিকবার ধর্ষণ করে। এসময় ভুক্তভোগী ছাত্রীর বড় বোন চিকিৎসার কাজে শহরের ডাক্তারখানায় অবস্থান করেন। এ ঘটনায় স্কুলছাত্রীর বড় ভাই বাদি হয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ধুনট থানায় মামলা দায়ের করেন। ওই ছাত্রীর দুলাভাইয়ের নাম ইউসুব আলী (২৫)। সে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সুলতানহাটা পেচেরপাড়া গ্রামের দিপু প্রামানিকের ছেলে। 

মামলা সূত্রে জানা যায়, উপজেলার ঘুগড়াপাড়া গ্রামের এক কৃষকের মেয়ে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে। ওই ছাত্রী ১২ জুলাই দুপুরে সুলতানহাটা পেচেরপাড়া গ্রামে দুলাভাই ইউসুব আলীর বাড়িতে বেড়াতে যায়। এসময় স্কুলছাত্রীর বড় বোন চিকিৎসার কাজে ধুনট শহরের ডাক্তারখানায় ছিলেন। ওই বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে ইউসুব আলী স্কুলছাত্রীকে একা পেয়ে কৌশলে ঘরের ভেতর নিয়ে যায়। এরপর ছাত্রীর গলায় ছুরি ধরে বিকেল পর্যন্ত একাধিকবার ধর্ষণ করে। এ অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত একটি ভ্যানে তুলে দিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় ইউসুব আলী। স্কুলছাত্রী বাড়িতে ফিরে স্বজনদের কাছে ঘটনার বর্ণনা দেয়। তখন পরিবারের লোকজন ওই ছাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে ৯ আগস্ট পর্যন্ত চিকিৎসা নিয়ে ওই ছাত্রী সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। 

এ ঘটনায় ওই ছাত্রীর ভাই বাদি হয়ে ইউসুব আলীর বিরুদ্ধে ৩১ আগস্ট বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে ধুনট থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আদেশ দেন।  ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আদালতের আদেশে থানায় ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। এ মামলার আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের সামনে পুরো প্রক্রিয়া রাখতে চাই : উপাচার্য

কুমিল্লায় মা-মেয়ে হত্যার ঘটনায় কবিরাজ আটক

এবারও দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ইলিশ

ডাকসু নির্বাচন সমগ্র জাতির জন্য উদাহরণ সৃষ্টি করবে : উপাচার্য

বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক দল: মির্জা ফখরুল

মেহেরপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা, যুবক গ্রেফতার