ভিডিও বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

খুলনায় পাটের বস্তার গোডাউনে অগ্নিকাণ্ড; ক্ষয়ক্ষতি কোটি টাকা

খুলনায় পাটের বস্তার গোডাউনে অগ্নিকাণ্ড; ক্ষয়ক্ষতি কোটি টাকা

নিউজ ডেস্ক:  খুলনা নগরীর বড়বাজারের স্টেশন রোডে বার্মাশীল এলাকার মেসার্স আহসান উল্লাহ নামের একটি পাটের বস্তার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।এই ঘটনায় পাটের বস্তার গোডাউনসহ বেশ কয়েকটি দোকানপাট আগুনে পুড়ে ছাই হয়েছে। আগুনে প্রায় ১০টি দোকানের মালামাল পুড়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত ১০টা ২০ মিনিটের দিকে স্টেশন রোডের বার্মাশীল এলাকার মেসার্স আহসান উল্লাহ নামের একটি পাটের বস্তার গোডাউনে আগুন লাগে। কিছু সময়ের মধ্যে তা পার্শ্ববর্তী সাইফুল ইসলামের গোডাউনসহ আরও বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

তারা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। আগুনে ৭-৮ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। 

আরও পড়ুন

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, তারা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এখন আগুন পুরোপুরি নেভানোর কাজ চলছে। এরপর আগুনের কারণ জানার এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করা হবে। 

এদিকে আগুন লাগার পর বিদ্যুৎ বিভাগ ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। আগুন লাগার খবর পেয়ে অসংখ্য মানুষ সেখানে ভিড় করেন। কিছু মানুষ আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন। আবার উৎসুক জনতার কারণে আগুন নেভানোর কাজে কিছুটা বিঘ্নিত হয়। কয়েক দফা পুলিশ উৎসুক জনতাকে সরিয়ে দিতেও দেখা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ভালো মুনাফার স্বপ্নে বিভোর লালমনিরহাটের শিম চাষিরা

বগুড়ায় আগুনে তিনটি বাড়ি পুড়ে ছাই, পাঁচ লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্ত

ঠাকুরগাঁওয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের জরিমানা ও সিলগালা, নানা অনিয়ম

লালমনিরহাটে চায়না দুয়ারী জালের ফাঁদে বিলুপ্তির পথে দেশীয় মাছ

বগুড়ার মোকামতলায় ১০ কেজি গাঁজা ও ২৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুই