ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাকিবের থাকা নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা
স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানকে ঘিরে সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া জল্পনা-কল্পনা বাংলাদেশের ক্রিকেটে বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে তার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে থাকা বা না থাকা নিয়ে।
আজ শনিবার (১৬ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিবের না থাকা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি সাকিবের দলে থাকার বিষয়টি পুরোপুরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একান্ত সিদ্ধান্ত বলে উল্লেখ করেন। এসময় আসিফ মাহমুদ বলেন, দেখেন ক্রিকেট বোর্ড একটা অটোনোমাস বডি। আমি আমার পরামর্শ দিয়েছি, সবশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরি হলো আমি অবশ্যই একটা পরামর্শ দিয়েছি ক্রিকেট বোর্ড সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছে আপনারা জানেন। সামনের দিকে ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিবে। সেক্ষেত্রে আমার যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে ওই সময়ের প্রেক্ষিতে সেটা আমি দিবো। বাংলাদেশ দল ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে এবং সেখানে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এখন দেখার বিষয়, বিসিবি ও সাকিব আল হাসান মিলে কী সিদ্ধান্তে পৌঁছায়। সাকিবের অভিজ্ঞতা ও নেতৃত্ব যে কোনো ফরম্যাটে দলের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষত এমন সময় যখন দলকে আরও শক্তিশালী করে তুলতে তার মতো খেলোয়াড়ের প্রয়োজন। সাকিবের ফিটনেস, মানসিক প্রস্তুতি এবং ব্যক্তিগত পরিকল্পনা বিবেচনায় রেখে বিসিবি এই বিষয়ে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেবে বলে আশা করা যায়।
আরও পড়ুনপ্রসঙ্গত, আগামী ২২ নভেম্বর ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে আগামী ৩০ নভেম্বর। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে যথাক্রমে ৮, ১০ ও ১২ ডিসেম্বর। এরপর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যেগুলো যথাক্রমে মাঠে গড়াবে ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর।
মন্তব্য করুন