চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনের ব্যবধানে ৮টি গরু চুরি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৩ দিনের ব্যবধানে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে নাচোল পৌর ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শিমুলতলা মহল্লার মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. সানাউল্লার (৫৫) বাড়ি সংলগ্ন গোয়াল ঘরের দরজার তালা কেটে চুরি হয় ৫টি গরু।
এর আগে গত ১১ নভেম্বর ভোররাতে নেজামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শুঁড়িপুকুর গ্রামে কৃষক আব্দুর রাজ্জাকের গোয়ারঘরের জানালা ভেঙ্গে ৩টি গরু চুরির হয়। সাবেক কাউন্সিলর সানাউল্লাহ বলেন, রাত ১টা পর্যন্ত গরুগুলি ছিল। কিন্তু রাত ২টার দিকে গোয়ালঘরে গিয়ে আর গরু পাওয়া যায়নি।
একটি গাভীসহ ৫টির মূল্য অন্তত: সাড়ে ৩ লক্ষ টাকা। স্থানীয় মডেল মসজিদের সিসিটিভি ক্যামেরায় গরু চুরি করে গাড়িতে উঠিয়ে নিয়ে যাবার কিছু আবছা দৃশ্য দেখা গেছে। সানাউল্লাহ আরও বলেন, এ ঘটনায় রাতেই নাচোল থানা পুলিশকে অবহিত করা হয়। সকালে লিখিত অভিযোগ করা হয়েছে। তারা নিজেরাও গরুগুলো খুঁজছেন।
তবে এ ব্যাপারে মামলা করা হবে বলেও জানান তিনি। গোয়ালে ৬টি গরু থাকলেও একটি গরু চোর নিতে পারে নি। নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, গত সোমবার ভোররাতে কৃষক রাজ্জাকের বড় তিনটি গরু চুরি যায়। গরুগুলোর আনুমানিক মূল্য ৩ থেকে ৪ লক্ষ টাকা। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুননাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, সানাউল্লার গরু চুরির ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নেজামপুরের ঘটনায় মামলা না হলেও অভিযোগের ভিত্তিতেই তদন্ত চলছে।
নেজামপুরের ঘটনায় চোর চক্র মিনি ট্রাক ব্যবহার করে ও মাটির গোয়ালঘর ভেঙ্গে গরু নিয়ে যায়। তবে দুটি ঘটনা একই চোরচক্রের কিনা তা চোর না ধরা পর্যন্ত বলা যাবে না বলেও জানান ওসি।
মন্তব্য করুন