ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

পাবনার চাটমোহরে বিল থেকে কৃষকের লাশ উদ্ধার

পাবনার চাটমোহরে বিল থেকে কৃষকের লাশ উদ্ধার, প্রতীকী ছবি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : বিলের জমিতে কচুরিপানা পরিস্কার করতে নেমেছিলেন কৃষক গোলজার হোসেন (৫০)। তারপর বিলের পানিতে তলিয়ে যাওয়ায় নিখোঁজ ছিলেন তিনি। একদিন পর ভাসমান অবস্থায় মিলল তার মরদেহ। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পাবনার চাটমোহর উপজেলার দুবলিয়ার বিল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

গত বৃহস্পতিবার ভোরে বিলে নিজের জমিতে কচুরিপানা পরিস্কার করতে নেমেছিলেন তিনি। মৃত গোলজার হোসেন উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী পশ্চিমপাড়া গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। পেশায় কৃষক ছিলেন তিনি।

পুলিশ ও এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার ভোরে বোয়ালমারী গ্রামের খলিসাগাড়ী বিলে নিজের জমিতে কচুরিপানা পরিস্কার করতে নামেন গোলজার হোসেন। একপর্যায়ে বিলের পানির স্রোতে তলিয়ে যান তিনি। তারপর থেকে তার কোন খোঁজ পায়নি পরিবারের লোকজন। গত শুক্রবার সকালে বিলের অপর প্রান্তে দুবলিয়ার বিলে তার মরদেহ ভেসে ওঠে।

আরও পড়ুন

বিলে তার লাশ ভাসতে দেখে পরিবার ও পুলিশকে জানায় স্থানীয় কৃষকরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ!

যে কথা হয়নি বলা পপি’র, শুভ জন্মদিন

কাতারে ইসরায়েলি সামরিক আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের কড়া নিন্দা

কার সঙ্গে কার বিয়ে হবে এটা কি পূর্বনির্ধারিত, নাকি কর্মের ফল?

জামালপুরে শিশু ধর্ষণের ২০ বছর পর দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রেমের টানে রাজবাড়ীতে এসে বিয়ে করলেন চীনা নাগরিক