ভিডিও রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষকদের বাণিজ্যিক ভিত্তিতে আগাম শিম চাষের আগ্রহ বাড়ছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষকদের বাণিজ্যিক ভিত্তিতে আগাম শিম চাষের আগ্রহ বাড়ছে, ছবি : দৈনিক করতোয়া

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষকদের মাঝে বাণিজ্যিক ভিত্তিতে আগাম শিম চাষের আগ্রহ বাড়ছে। এলাকায় জমিতে মাচা করে শিম আবাদ করছেন চাষিরা। আগাম শীতকালীন এ সবজি চাষে রোগবালাই প্রবণতার কারণে বাড়তি পরিচর্যায় উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলেও ফলন এবং বাজার দর ভালো পাওয়ায় অর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা।

উপজেলার কামারদহ, গুমানীগঞ্জ, কোচাশহর, শালমারা, শিবপুর, মহমিাগঞ্জ, রাখালবুরুজ, হরিরামপুর, নাকাইহাট, তালুককানুপুর, দরবস্ত, সামপমারাসহ বিভিন্ন ইউনিয়নে অন্যান্য শাক-সবজির পাশাপাশি শিম চাষ বৃদ্ধি পেয়েছে। সবজি হিসেবে বাজারে চাহিদা বৃদ্ধি পাওয়ায় কৃষক পর্যয়ে বাণিজ্যিক সম্প্রসারণ হয়েছে।

রবি মৌসুমে কৃষকরা ক্ষেতে মাচা পদ্ধতিতে ব্রাক-১ ও বারি-১, ২, ৩ ও ৪ জাতের শীতকালীন শিম চাষ করছেন। সবচেয়ে বেশি শিম উৎপাদনকারী উপজেলা হিসেবে জেলার অন্যান্য উপজেলার মধ্যে গোবিন্দগঞ্জের নামও রয়েছে।

আরও পড়ুন

গুমানীগঞ্জের ইউনিয়নের ঘুগা গ্রামের শিমচাষি আব্দুল বাছেদ বলেন, উৎপাদনের শুরুতেই বাজারে প্রতি মণ শিম ৫ হাজার ২শ’ টাকা দরে বিক্রি করেছেন। তবে জাতভেদে হাট-বাজারে প্রতি মণ শিম ৪ হাজার থেকে ৩ হাজার ৮শ’ টাকা দরে বিক্রি হচ্ছে।

গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান বলেন, শিম চাষে উন্নত জাত, রোগবালাই ও আবাদ পদ্ধতিসহ নানা বিষয়ে চাষিদের প্রযুক্তিগত পরামর্শ সহায়তা দেওয়া হচ্ছে। এবার কৃষক এবং পারিবারিকভাবে প্রায় ২০ হেক্টর জমিতে শিমের চাষ হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুণ্ড্র ইউনিভার্সিটিতে শুরু হচ্ছে এলএলবি ও জার্নালিজম কোর্স | BOGURA | Daily Karatoa

বগুড়ার শেরপুরে উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

সতের বছর পর স্বৈরাচার হাসিনার হাত থেকে মানুষ মুক্তি পেয়েছে : সাবেক এমপি মোশারফ

বগুড়ার ধুনটে ভারী বর্ষণে গ্রামীন পাকা সড়কের বিভিন্ন স্থানে ভাঙন, দুর্ঘটনার শঙ্কা

বগুড়ায় আদালতের রায় অমান্য করে জমি খারিজ করা হয়েছে, সাংবাদিক সম্মেলনে অভিযোগ

বগুড়ার দুপচাঁচিয়ায় ফেন্সিডিল বিক্রেতা দুই নারীসহ গ্রেপ্তার ৫