ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় আদালতের রায় অমান্য করে জমি খারিজ করা হয়েছে, সাংবাদিক সম্মেলনে অভিযোগ

বগুড়ায় আদালতের রায় অমান্য করে জমি খারিজ করা হয়েছে, সাংবাদিক সম্মেলনে অভিযোগ, ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপের্টার : আদালতের রায় পাওয়া সত্বেও প্রতিপক্ষকে জমির নামজারি করে দেয়ার অভিযোগ উঠেছে বগুড়ার শাজাহানপুর উপজেলা ভূমি কর্মকর্তা-কর্মচারিদের বিরুদ্ধে। আজ শনিবার (১৬ নভেম্বর) বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রবাসী ব্যারিষ্টার মো. আখতার মাহমুদের পক্ষে হাফেজ রকিবুল ইসলাম এমন অভিযোগ করেন।

এ সময় লিখিত বক্তব্যে বলা হয়, বগুড়ার সদর থানার চকফরিদ মৌজার ১৬ শতক সম্পত্তি নিয়ে তার পিতামাতা আদালতে বন্টন মামলা করলে উক্ত মামলায় আদালতের ডিক্রী প্রাপ্ত হন এবং কমিশন যোগে দখলপ্রাপ্ত প্রাপ্ত হয়েছেন। উক্ত সম্পত্তি বিষয়ে এসি ল্যান্ড বরাবর খারিজ আবেদন করলে প্রতিবেদন ও প্রস্তাবের জন্য সুলতানগঞ্জ তহশিলদার বরাবর প্রেরণ করা হয়।

দরখাস্তকারী লন্ডন প্রবাসী হওয়ায় তার পক্ষে নিযুক্ত এডভোকেট সম্পত্তির মালিকানার সকল কাগজাদী নিয়ে গেলেও প্রথম দফায় এডভোকেটকে অনুপস্থিত দেখিয়ে মালিকানা প্রমাণিত হয়নি ও দলিলের ধারাবাহিকতা নাই বলে খারিজ আবেদন নামঞ্জুর করা হয়।

সর্বোচ্চ আদালত পর্যন্ত নিশ্চিত করেছে জমির মালিকানা নিষ্কন্টক। তথাপি এ কর্মকর্তা-কর্মচারিরা আদালতের আদেশ অমান্য করে আইন ভঙ্গ করেছে। তারা দ্বিতীয় বার আবেদন করলে বিনা শুনানীতে খারিজ নামঞ্জুর করে।

আরও পড়ুন

এ ছাড়াও মামলায় সাহাম পায়নি এমন ব্যাক্তিকে উক্ত সম্পত্তি খারিজ করে দেয়। তিনি অবৈধভাবে খারিজ বাতিলে আবেদন করলে তাতে মামলা নম্বর বা শুনানীর তারিখ দুই মাসেও দেয়নি ভূমি অফিস।

এমতাবস্থায় দুস্কৃতকারিরা মোট ১৬ শতক জমির ২.৫ শতকে থাকা তার বাড়িটি ছাড়া পুরো জমি দখলের চেষ্টা করছে। তারা জোরপূর্বক জমি দখল করতে গেলে তিনি আদালতে মামলা দায়ের করেন। অন্যায় ভাবে তার খারিজ আবেদন নামঞ্জুর করা বিচার দাবি করে তিনি উর্ধতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী- ছাত্রদল প্রার্থী হামীম

‘পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম’-আবিদুল ইসলাম খান

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব