বগুড়ার ধুনটে ভারী বর্ষণে গ্রামীন পাকা সড়কের বিভিন্ন স্থানে ভাঙন, দুর্ঘটনার শঙ্কা
ধুনট (বগুড়া) প্রতিনিধি : গত বর্ষা মৌসুমে বগুড়ার ধুনটে ভারী বর্ষণে কয়েকটি গ্রামীন পাকা সড়কের পাশ থেকে মাটি ধসে গিয়ে কার্পেটিং ভেঙে গেছে। ভাঙা সড়কগুলো দিয়ে ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন ধরনের যানবাহন। এতে ভোগান্তিতে পড়ছে এ সড়কে যাতায়াত করা হাজার হাজার মানুষ।
সরেজমিন দেখা যায় ধুনট-গোসাইবাড়ি, ধুনট-জোড়শিমুল, মথুরাপুর-ধারঘরাসহ বেশ কয়েকটি গ্রামীন পাকা সড়কের পাশ থেকে বিভিন্ন স্থানে মাটি ধসে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে ধুনট-গোসাইবাড়ি সড়কের বড়বিলা ও বাকশাপাড়া, ধুনট-জোড়শিমুল সড়কের কালেরপাড়া এবং মথুরাপুর-ধারঘরা সড়কের কুড়িগাতী গ্রামের অংশে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে।
দুর্ঘটনা এড়াতে সড়কের ভাঙা স্থানগুলোতে খুঁটির সাথে লাল নিশান উড়িয়ে কিংবা বাঁশের বেড়া দিয়ে সর্তক সংকেত দেওয়া হয়েছে। তারপরও সড়কের এসব ভাঙা স্থানে সংস্কারের কোন উদ্যোগ নেই। এলাকাবাসি জানান, গ্রামীন পাকা সড়কগুলো দিয়ে অতিরিক্ত মালামাল বোঝাই ট্রাক ও ভারী যানবাহন চলাচল করায় বেশি দিন টিকছে না।
আরও পড়ুনবিশেষ করে যমুনা নদী থেকে অতিরিক্ত বালুবাহী ট্রাক এবং ভাটায় ইট তৈরির জন্য অতিরিক্ত মাটিবাহী ট্রাক চলাচল করায় সড়কগুলো এ অবস্থার সৃষ্টি হয়েছে। এছাড়া সড়কের দুইপাশে স্থানীয়রা অপরিকল্পিত ভাবে ডোবা কিংবা পুকুর খনন করেছে। এ কারণে অতিবৃষ্টির কারণে পানি সড়কের বিভিন্ন স্থানে ভেঙে গভীর গর্তে কিংবা পুকুরে পড়েছে। সড়কগুলোর এই ভাঙন অব্যাহত রয়েছে।
বিশেষ করে দুই পাশের গভীর গর্তে পানি থাকায় সড়কের ক্ষতি বেশি হয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ধুনট উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ইতিমধ্যে সড়কের ভাঙা স্থানগুলো পরিদর্শন করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের এ সমস্যার বিষয়টি জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সড়কের ভাঙন স্থানগুলো মেরামতের ব্যবস্থা করা হবে।
মন্তব্য করুন