লালমনিরহাটে দুই ট্র্রেনের মুখোমুখি সংঘর্ষ, ৪টি ট্রেনের যাত্রা বাতিল

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে দুই ট্র্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। একই সঙ্গে দুর্ঘটনার কারণে চারটি ট্রেনের যাত্রা বাতিল করা হয় বলেও জানা গেছে। এদিকে তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানায় রেলওয়ের দায়িত্বশীল সূত্র।
লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ‘লালমনি এক্সপ্রেসের’ দুটি বগি লাইনচ্যুত হলে এতে রেলপথের কিছুটা ক্ষতি হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল সোমবার বেলা ২ টায় লালমনিরহাট রেলওয়ে স্টেশনের অদূরে বিডিআর গেইট সংলগ্ন ওয়ার্কসেডের পাশে এ ঘটনা ঘটে বলে জানান, জেলা রেলওয়ের লোকো দপ্তরের ডিএমই তাজিন হাসান।
রেলওয়ে বিভাগ জানায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা বিলম্বে লালমনিরহাট স্টেশনে পৌঁছায়। যাত্রী নামিয়ে ট্রেনটি পরিস্কারের জন্য ওয়ার্কসেডের দিকে অগ্রসর হচ্ছিল। এ সময় একই পথে বিপরীত দিকে থেকে আসা পার্বতীপুরগামী ৬৬ নম্বর ‘বুড়িমারী কমিউটার’ ট্র্রেনটি স্টেশনে প্রবেশ করলে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।বুড়িমারী থেকে ছেড়ে আসা ট্রেনটির ধাক্কায় লালমনিরহাট এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত এবং রেললাইন সামান্য ক্ষতি হয়েছে।
আরও পড়ুনঘটনার সময় ‘লালমনি এক্সপ্রেসে’ কোনো যাত্রী ছিল না, তবে ‘বুড়িমারী কমিউটার’ ট্রেনে যাত্রী থাকলেও কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে রেলওয়ে বিভাগ। ঘটনার পর কিছু সময় লালমনিরহাট-বুড়িমারী রেলপথে চলাচল বন্ধ থাকলেও পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন রেলওয়ের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা আরএমবি বেনজির আহমেদ।
মন্তব্য করুন