ভিডিও মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

গাইবান্ধার সাদুল্লাপুরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

গাইবান্ধার সাদুল্লাপুরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, প্রতীকী ছবি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আব্দুল্লাহ নামের এক যুবককে পিটিয়ে হত্যাসহ তার পরিবারে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা না নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিলসহ মানববন্ধন পালিত হয়। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সাদুল্লাপুর-ধাপেরহাট সড়কের ঘেগার বাজার নামক স্থানে এ কর্মসূচির আয়োজন করে ঘেগার বাজার বনিক সমিতি ও এলাকাবাসী।

এসময় বক্তব্য রাখেন ময়নুল ইসলাম, কাহারুল ইসলাম, সজিব সরকার, ইলিয়াস মিয়া, আনোয়ারুল ইসলাম সুইট, আসাদ মন্ডল, মামুন মিয়া, সাইফুল ইসলাম সাফু, হত্যার শিকার আব্দুল্লার বাবা আবুল কালাম আজাদ ওরফে রাজা মাস্টার প্রমুখ।

বক্তারা বলেন, প্রায় ৫ মাস আগে ফরিদপুর ইউনিয়নের নয়ানপুর গ্রামের আবুল কালাম আজাদ মাস্টারে ছেলে আব্দুল্লাহর কাছে খোদাবকস গ্রামের আশরাফুলসহ একদল দুর্বৃত্ত ২৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। এই টাকা দিতে না পারায় ঘেঘার বাজার নামক স্থানে আব্দুল্লাহকে পিটিয়ে আহত করে দুস্কৃতকারীরা।

তাকে চিকিৎসা সেবার একপর্যায়ে গত ১৪ আগস্ট আব্দুল্লাহ মারা যায়। শুধু তাই নয়, গত ৩ নভেম্বর আবুল কালাম আজাদ রাজার বাড়িতে ফের চাঁদার দাবিতে হামলা করে ওইসব দুর্বৃত্তরা।

আরও পড়ুন

বক্তারা আরও বলেন, উভয় ঘটনায় সাদুল্লাপুর থানায় মামলা করতে গেলে এ মামলা গ্রহণ করেনি ওসি। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে নিহত আব্দুল্লার পরিবার। এ বিষয় হামলাকারীদের বিরুদ্ধে মামলা নেওয়াসহ দ্রুত বিচার দাবি জানান এই বক্তারা।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক কোন বক্তব্য দিতে পারেনি তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন জুয়ায় হেরে তরুণের ‘আত্মহত্যা

টি-টোয়েন্টিতে দ্রুততম ৫ উইকেট নেওয়ার নতুন বিশ্ব রেকর্ড

কিছু দল পণ করেছে পিআর ছাড়া নির্বাচনে যাবে না: ফখরুল

নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটিকে বিদায় করে দেওয়া হবে:অতিরিক্ত এসপি

মওলানা ভাসানী না থাকলে শেখ মুজিব তৈরি হতে পারতো না : নাহিদ ইসলাম

ইরানে আবারও হামলার হুমকি ট্রাম্পের