ভিডিও বুধবার, ৩০ জুলাই ২০২৫

অনলাইন জুয়ায় হেরে তরুণের ‘আত্মহত্যা

অনলাইন জুয়ায় হেরে তরুণের ‘আত্মহত্যা

অনলাইন জুয়া খেলায় হেরে হৃদয় দেব (১৮) নামে এক তরুণ তার কর্মস্থলে ‘আত্মহত্যা’ করেছেন বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে ঘটনাটি ঘটেছে।

হৃদয় দেব যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের বাসু দেবের ছেলে।

হৃদয়ের পরিবারের সদস্যরা জানিয়েছেন, হৃদয় দেব চুড়ামনকাটি বাজারের ইসমাইল হোসেনের ফার্মেসিতে চাকরি করতেন। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে ফার্মেসিতে যান। পরে তারা জানতে পারেন হৃদয় ফার্মেসির মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

পরিবারের সদস্যদের দাবি, হৃদয় সম্প্রতি অনলাইনে জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েন। তাদের ধারণা, অনলাইনে জুয়া খেলায় হেরে গিয়েই তিনি আত্মহত্যা করেছেন।

ফার্মেসি মালিক ইসমাইল হোসেন জানান, প্রতিদিন সকালে ফার্মেসি খোলেন হৃদয় দেব। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে তিনি এসে ফার্মেসির শার্টার বন্ধ দেখতে পান। তিনি শার্টার তুলে ভেতরে উঁকি দিতেই দেখেন, হৃদয়ের মরদেহ ঝুলছে । এ সময় তার চিৎকারে আশপাশের ব্যবসায়ীরা ছুটে যান।

তবে কী কারণে হৃদয় আত্মহত্যা করেছেন তা বুঝতে পারছেন না বলে জানিয়েছেন ইসমাইল হোসেন।

আরও পড়ুন

হৃদয়ের বাবা বাসু দেব জানান, সকালে নাশতা করে হৃদয় দোকান খোলার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর তিনি জানতে পারেন তার ছেলে দোকানের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

তার ছেলে সম্প্রতি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ে। তার ধারণা, জুয়ায় হেরেই আত্মঘাতী হয়েছে হৃদয়। তা ছাড়া আর কোনও কারণ খুঁজে পাচ্ছেন না তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ যাওয়ার আগেই মরদেহ নামিয়ে ফেলে স্থানীয়রা। ময়নাতদন্ত হওয়ার পর মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের শুল্কবিষয়ক বৈঠক

বগুড়ার সোনাতলায় বাঙালি পাড়ের মানুষের পারাপারে শেষ সম্বল ডিঙি নৌকা

জয়পুরহাটের আক্কেলপুরে বড় বোনের অপরাধে দুই বছর গৃহবন্দী ছোট বোন

দিনাজপুরের বিরামপুরে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

রংপুরে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রবীণ নেতাকে অপমান করায় বাগাতিপাড়া তোলপাড়