ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

ডেঙ্গু প্রাণ নিলো আরও ৬ জনের 

সংগৃহীত,ডেঙ্গু প্রাণ নিলো আরও ৬ জনের 

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। গতকাল ডেঙ্গুতে আটজন মারা গেছেন। এ নিয়ে চলতি মাসের ১৮ দিনে ডেঙ্গুতে ১০৬ জনের মৃত্যু হলো। গত মাসে ডেঙ্গুতে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮১ হাজার ৬৮ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে চট্টগ্রাম বিভাগে ২ জন, ঢাকা বিভাগে ১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১ জন ও ময়মনসিংহ বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা বিভাগের (ঢাকার দুই সিটি করপোরেশন বাদে) বিভিন্ন হাসপাতালে সর্বোচ্চ ২৮০ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৪৪, খুলনা বিভাগে ১৪৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৫, চট্টগ্রাম বিভাগে ১০৭, বরিশাল বিভাগে ৮৪, রাজশাহী বিভাগে ৫৮, ময়মনসিংহ বিভাগে ৩৬, রংপুর বিভাগে ১০ ও সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ জন ভর্তি হয়েছেন।
গত মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৭৯ জন। চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ২৫১ জন।

আরও পড়ুন

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয়, এ সংখ্যা ১৭ হাজার ৩০৯। এরপরই আছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সেখানে রোগীর সংখ্যা এখন পর্যন্ত ১৪ হাজার ৬০১। দুই সিটি করপোরেশনের বাইরে তৃতীয় সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের হাসপাতালগুলোয়। এসব হাসপাতালে ১৪ হাজার ৩৯২ রোগী ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন।

এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১৮৪ রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে। এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালগুলোয় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৭০ জনের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমাবেশের পরিবেশ ঠান্ডা রাখতে পানি ছিটাচ্ছে সিটি করপোরেশন

আবদুল হামিদের দেশত্যাগে নিজের অবস্থান পরিষ্কার করলেন আসিফ নজরুল

জয়পুরহাটের ক্ষেতলালে কচুরিপানার তৈরিকৃত পণ্য বিক্রি করে শিক্ষিত বেকার নারী ও গৃহবধূরা স্বাবলম্বী

শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করছে সরকার

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সাগর গ্রেপ্তার