রাবির বৌদ্ধভূমি এলাকায় ছিনতাইকারীর হামলায় আহত ১

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর নতুন বুধপাড়ার পার্শ্ববর্তী বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধভূমির সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারুফ (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। গতকাল রোববার রাত ৮ টার দিকে ঘটনাটি ঘটে। মারুফ এলাকার বিএনপি নেতা মোক্তার আলীর ছেলে ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক।
জানা যায়, মারুফ গতকাল রোববার রাতে হৃদয় ও বাবুসহ বৌদ্ধভূমি এলাকার সামনে হাঁটার সময় ৭-৮ জন যুবক এক মেয়ের ব্যাগ ছিনতাই ও সম্মানহানির চেষ্টা করে। এসময় তারা মেয়েটিকে উদ্ধারে এগিয়ে গেলে তাদের উপর অতর্কিত হামলা চালায় ছিনতাইকারীরা।
আরও পড়ুনহামলায় মারুফ গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে মতিহার থানা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক বিষয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবহিত করেন। প্রক্টর গুরুত্বের সাথে বিষয়টি দেখার আশ্বাস দেন।
মন্তব্য করুন