ভিডিও বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

বীজ আলুর ডিলারদের সংবাদ সম্মেলন

বগুড়ার শাজাহানপুরে বীজ আলুর চাহিদা সাড়ে ২২ হাজার টন হলেও বরাদ্দ মাত্র ৭১৫ টন

বগুড়ার শাজাহানপুরে বীজ আলুর চাহিদা সাড়ে ২২ হাজার টন হলেও বরাদ্দ মাত্র ৭১৫ টন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : চলতি মৌসুমে বগুড়ার শাজাহানপুর উপজেলায় বীজ আলুর চাহিদা ২২ হাজার ৫২৩ মেট্রিক টন হলেও বীজ উৎপাদনকারী ৩টি প্রতিষ্ঠান থেকে এ উপজেলায় বরাদ্দ মিলেছে মাত্র ৭১৫ মেট্রিক টন। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে শাজাহানপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপরোক্ত তথ্য উপস্থাপন করেন বীজ আলু ডিলারগণ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বগুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি ও উপজেলা বীজ আলু ডিলার শাহাদত হোসেন বলেন, শাজাহানপুর উপজেলায় এবছর বীজ আলুর চাহিদা ২২ হাজার ৫২৩ মেট্রিক টন। কিন্তু বীজ উৎপাদনকারী ৩টি প্রতিষ্ঠান থেকে বরাদ্দ পাওয়া গেছে মাত্র ৭১৫ মেট্রিক টন।

এর মধ্যে ব্র্যাক থেকে ৪৫০ মেট্রিকটন, কিষাণ বোটানিক্স লিমিটেড থেকে ১৬৫ মেট্রিক টন এবং বিএডিসি থেকে পাওয়া গেছে ১০০ মেট্রিক টন। যা চাহিদার তুলনায় নগন্য। অপরদিকে কৃষকের মাঝে ব্র্যাকের বীজ আলুর চাহিদা বেশি থাকায় গত অক্টোবরেই অগ্রিম বুকিংয়ের মাধ্যমে ব্র্যাকের সমস্ত বীজ রিটেইলার এবং কৃষকদের মাঝে বিক্রি করা হয়েছে।

আরও পড়ুন

এমতাবস্থায় যে সকল আলু চাষি অগ্রিম বুকিং করেন নাই তারা ব্র্যাকের বীজ আলু থেকে বঞ্চিত হচ্ছেন এবং বীজ না পেয়ে স্থানীয় ডিলারদের অসাধু আখ্যা দিয়ে মানববন্ধন করেছেন। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট প্রশাসন এবং সাধারণ কৃষকদেরকে বিভ্রান্ত না হতে অনুরোধ করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে  আব্দুল হাকিম মন্ডল ও খোরশেদ আলম নামের আরও দু’জন বীজ ডিলার উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় জুলাই স্মরণে আলোকচিত্র ভিডিও প্রদর্শনীর পুরস্কার বিতরণ

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে ও জবাই করে হত্যা

বিচ্ছেদের পথে সাইফ-কারিনার সম্পর্ক!

বগুড়ায় ডাবলু-আমিনুল সহ তিনজন শোন এ্যারেস্ট 

গণঅভ্যুত্থানে অবদানের স্বীকৃতি চেয়েছেন প্রবাসী জুলাই যোদ্ধারা 

প্রিয়াংকার রহস্যঘেরা পোস্ট