ভিডিও সোমবার, ১৯ মে ২০২৫

জয়পুরহাটের বাগজানায় আমন ধান কাটা মাড়াই শুরু ফলন ও দামে খুশি কৃষক

জয়পুরহাটের বাগজানায় আমন ধান কাটা মাড়াই শুরু ফলন ও দামে খুশি কৃষক, ছবি : দৈনিক করতোয়া

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নে আমন ধান কাটা ও মাড়াই মৌসুমে চলছে উৎসবের ধুম। আগের মত পল্লী গ্রামে আমন কাটা মারা মৌসুমে সাজ-সাজ ভাব না থাকলেও এবার বাম্পার ফলন ও ধানের আশানুরূপ দাম পেয়ে খুশি কৃষকরা।

বাগজানা এলাকার মাঠ ঘাট জুড়ে সোনালী বর্ণ ধারণ করা আমন ধানের নয়নাভিরাম দৃশ্য এখন চোখে পড়ার মত। পাকা ধান কাটতে হাতে কাস্তে নিয়ে মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। মাঠ থেকে নতুন ধান বাড়িতে তোলার জন্য খুশিতে উঠোন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন কৃষাণীরা। এরই মধ্যে অনেকেই কাটা ও মাড়াইয়ের ধান বাজারে বিক্রিও শুরু করছেন।

বাগজানা ইউনিয়নের পশ্চিম রামচন্দপুর গ্রামের কৃষক খায়রুল ইসলাম বলেন, নবান্নের পর থেকে বাগজানার গঙ্গাপ্রসাদ ও শেকটা কুটাহারা মাঠে পুরোদমে ধান কাটা মাড়াই শুরু হয়ে গেছে। ফলন খুব ভাল হয়েছে। নতুন ধান পেয়ে আমি আনন্দিত।

বাগজানার পার্শ্ববর্তী মোহাম্মদপুর ইউনিয়নের পবাহার গ্রামের কৃষক জুয়েল রানা বলেন, ১০বিঘা জমিতে স্বর্ণ ৫ জাতের ধান রোপণ করেছি। রোগ বালাই তেমন না থাকায় ধানের অনেক ভাল ফলন হয়েছে। বর্তমানে ধানের যে বাজার চলছে, এরকম বাজার দর থাকলে কৃষকরা একটু লাভবান হতে পারবে।

আরও পড়ুন

উপজেলার ধান ব্যবসায়ী আইনুল হক বলেন , অন্যান্য বারের তুলনায় এবার শুরু থেকেই ধানের দাম ভাল যাচ্ছে। জাত ভেদে প্রতি মণ মোটা ১৩শ থেকে ১৩শ ৮০ টাকা এবং চিকন ধান ১হাজার ৪শ টাকা পর্যন্ত বেচা বিক্রি হচ্ছে।

পাঁচবিবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে যে, এবার আমন মৌসুমে কৃষককে প্রণোদনা হিসেবে সার ও বীজ, কীটনাশক ওষুধ প্রদান করা হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় চলতি মৌসুমে ১৯ হাজার ৪৫৯ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা  অর্জিত হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৯৪ হাজার ৫৭৪ মেঃ টন ধান। আবহাওয়া ভালো থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে।

পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান বলেন, প্রথমদিকে বৃষ্টিপাতের কিছুটা সমস্যা থাকলেও পরে আশানুরূপ বৃষ্টিপাতের ফলে রোপা আমনের চারা রোপণে আর কোন সমস্যা হয়নি। ধানের বাম্পার ফলন হয়েছে। এবার উৎপাদন লক্ষ্য মাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি আশা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদর দিবসে জবি ছাত্রশিবিরের কুইজ আয়োজন

শিক্ষক-শিক্ষার্থীদের উপর পুলিশী হামলায় জবি  হিউম্যান রাইটস সোসাইটির প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরে হুরাসাগরের বুকে নানা জাতের ফসলের চাষাবাদ

বগুড়ার সোনাতলায় এক গৃহবধুর আত্মহত্যা

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে বাদামসহ রবিশস্য

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এস্কেভেটর পোড়ানোর অভিযোগ, অস্বীকার ইউএনও’র