ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

স্থানীয়দের অসহযোগিতায় সোনাতলার খানপাড়া ব্রিজ নির্মাণ অনিশ্চিত

স্থানীয়দের অসহযোগিতায় সোনাতলার খানপাড়া ব্রিজ নির্মাণ অনিশ্চিত, ছবি : দৈনিক করতোয়া

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : স্থানীয় লোকজনের অসহযোগিতার কারণে বগুড়ার সোনাতলা- মোকামতলা সড়কের খানপাড়ায় ব্রিজটির নির্মাণ কাজ বন্ধ রয়েছে। প্রায় দেড় বছর আগে ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়ে এক বছর আগে তা বন্ধ হয়ে যায়। স্থানীয়রা অভিযোগ করছেন, জমি অধিগ্রহণ প্রক্রিয়া ধীরগতি হওয়ায় তারা হতাশ হয়ে পড়েছেন।

১৯৮৩ সালে বগুড়ার সোনাতলা পৌরসভার খানপাড়া এলাকায় সড়ক ও জনপদ বিভাগ প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে বেইলি ব্রিজ নির্মাণ করে। ৪০ বছরে তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, ফলে ব্রিজটি অপসারণ করে নতুন করে ব্রিজ নির্মাণের টেন্ডার আহবান করে সড়ক ও জনপদ বিভাগ।

১৬ কোটি টাকা ব্যয়ে ১০৫ মিটারের দৈর্ঘ্য ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয় ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে। এরপর জমি অধিগ্রহণ জটিলতা হওয়ায় স্থানীয়রা ব্রিজ নির্মাণ কাজ বন্ধ করে দেন। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বর্তমানে যে জায়গার ওপর দিয়ে নতুন করে ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিকল্পনা গ্রহণ করেছেন সেই জমি স্থানীয় ১৫ ব্যক্তির।

আরও পড়ুন

তাদের কাছ থেকে জমিটি এখন পর্যন্ত সড়ক ও জনপদ বিভাগ অধিগ্রহণ করতে পারেনি। ফলে ব্রিজটির নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এ বিষয়ে সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক বলেন, ঢাকা-রংপুর মহাসড়কের সঙ্গে সোনাতলা-মোকামতলা সড়কটির সংযোগ থাকায় সড়কটির গুরুত্ব অনেক বেশি। এটি একটি ব্যস্ততম সড়ক। এই সড়ক দিয়ে প্রতিনিয়ত ভারি ভারি যানবাহন করে। ব্রিজটি দ্রুত নির্মাণ হওয়া জরুরি।

এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, জমি অধিগ্রহণ জটিলতার কারণে ব্রিজটি নির্মাণ কাজ বন্ধ রয়েছে। জমি অধিগ্রহণে ৫ কোটি ৫০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। জমির মালিকরা একটু সহনশীল ভূমিকা পালন করলেই ব্রিজটির নির্মাণ কাজ করা সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে ১০ টাকা কেজির মরিচ ১১ দিনের ব্যবধানে হাঁকালো ডাবল সেঞ্চুরি

ফের আলোচনায় ইআরএল ইউনিট-২ প্রকল্প

খতিবকে কোপানো সেই বিল্লাল বললেন ‘ভুল করেছি’

ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বগুড়ায় বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল

জোকোভিচকে বিধ্বস্ত করে ফাইনালে সিনার

বগুড়ার সারিয়াকান্দির দুটি পয়েন্টে যমুনা নদীর তীব্র ভাঙন, প্রতিরোধে পাউবো’র কাজ শুরু