ভিডিও রবিবার, ০৪ মে ২০২৫

স্থানীয়দের অসহযোগিতায় সোনাতলার খানপাড়া ব্রিজ নির্মাণ অনিশ্চিত

স্থানীয়দের অসহযোগিতায় সোনাতলার খানপাড়া ব্রিজ নির্মাণ অনিশ্চিত, ছবি : দৈনিক করতোয়া

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : স্থানীয় লোকজনের অসহযোগিতার কারণে বগুড়ার সোনাতলা- মোকামতলা সড়কের খানপাড়ায় ব্রিজটির নির্মাণ কাজ বন্ধ রয়েছে। প্রায় দেড় বছর আগে ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়ে এক বছর আগে তা বন্ধ হয়ে যায়। স্থানীয়রা অভিযোগ করছেন, জমি অধিগ্রহণ প্রক্রিয়া ধীরগতি হওয়ায় তারা হতাশ হয়ে পড়েছেন।

১৯৮৩ সালে বগুড়ার সোনাতলা পৌরসভার খানপাড়া এলাকায় সড়ক ও জনপদ বিভাগ প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে বেইলি ব্রিজ নির্মাণ করে। ৪০ বছরে তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, ফলে ব্রিজটি অপসারণ করে নতুন করে ব্রিজ নির্মাণের টেন্ডার আহবান করে সড়ক ও জনপদ বিভাগ।

১৬ কোটি টাকা ব্যয়ে ১০৫ মিটারের দৈর্ঘ্য ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয় ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে। এরপর জমি অধিগ্রহণ জটিলতা হওয়ায় স্থানীয়রা ব্রিজ নির্মাণ কাজ বন্ধ করে দেন। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বর্তমানে যে জায়গার ওপর দিয়ে নতুন করে ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিকল্পনা গ্রহণ করেছেন সেই জমি স্থানীয় ১৫ ব্যক্তির।

আরও পড়ুন

তাদের কাছ থেকে জমিটি এখন পর্যন্ত সড়ক ও জনপদ বিভাগ অধিগ্রহণ করতে পারেনি। ফলে ব্রিজটির নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এ বিষয়ে সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক বলেন, ঢাকা-রংপুর মহাসড়কের সঙ্গে সোনাতলা-মোকামতলা সড়কটির সংযোগ থাকায় সড়কটির গুরুত্ব অনেক বেশি। এটি একটি ব্যস্ততম সড়ক। এই সড়ক দিয়ে প্রতিনিয়ত ভারি ভারি যানবাহন করে। ব্রিজটি দ্রুত নির্মাণ হওয়া জরুরি।

এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, জমি অধিগ্রহণ জটিলতার কারণে ব্রিজটি নির্মাণ কাজ বন্ধ রয়েছে। জমি অধিগ্রহণে ৫ কোটি ৫০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। জমির মালিকরা একটু সহনশীল ভূমিকা পালন করলেই ব্রিজটির নির্মাণ কাজ করা সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

একদিন পেছালো খালেদা জিয়ার দেশে ফেরা

দিনাজপুরের বিরলে ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার

বগুড়ার ধুনটে জমিতে বিষ দিয়ে ফসল নষ্টের অভিযোগ

বগুড়ার শেরপুরে জমে উঠেছে ধান কাটা শ্রমিকের হাট

নেটপ্রো মডেল স্কুল এন্ড কলেজ, বগুড়ায় নিয়োগ বিজ্ঞপ্তি