ভিডিও শনিবার, ০৫ জুলাই ২০২৫

পাবনার সুজানগরে গাজনার বিলে কচুরিপানা পেঁয়াজ আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা

পাবনার সুজানগরে গাজনার বিলে কচুরিপানা পেঁয়াজ আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা, ছবি : দৈনিক করতোয়া

সুজানগর (পাবনা) প্রতিনিধি : কচুরিপানার কারণে পাবনার সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিলে এ বছর মৌসুমী পেঁয়াজ আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে পেঁয়াজ চাষিরা হতাশ হয়ে পড়েছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, আগামী এক দেড় মাসের মধ্যে উপজেলায় মৌসুমী পেঁয়াজ আবাদ শুরু হবে। সমভূমির পাশাপাশি ঐ সময় গাজনার বিল শুকিয়ে যাওয়ায় সেখানেও হাজার হাজার হেক্টর জমিতে মৌসুমী পেঁয়াজ আবাদ করা হয়।

বিলপাড়ের খয়রান গ্রামের পেঁয়াজ চাষি ময়েন উদ্দিন বলেন, বিলের পানি শুকিয়ে যাওয়ার উপক্রম হলেও কচুরিপানায় ঢাকা পড়ে আছে বিলের পেঁয়াজ আবাদি ঐ জমি। আর কচুরিপানায় ঢাকা পড়ে থাকার কারণে যথাসময়ে বিলের ঐ জমিতে পেঁয়াজ আবাদ করা যাবে কিনা এ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বিলপাড়ের হাটখালী গ্রামের কৃষক আমজাদ আলী বলেন, বিলের অধিকাংশ পেঁয়াজের জমি কচুরিপানায় ঢাকা পড়ে আছে।

এমতাবস্থায় কিছু কিছু বড় কৃষক দ্বিগুণ মজুরি দিয়ে শ্রমিক নিয়ে কচুরিপানা পরিস্কার করে পেঁয়াজ আবাদ করার কথা ভাবছেন। তবে প্রান্তিক কৃষকরা হতাশায় ভুগছেন। ফলে বিলের ঐ জমিতে কাঙ্খিত পেঁয়াজ আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুন

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন, কচুরিপানার কারণে বিলের জমিতে পেঁয়াজ আবাদ করতে শ্রমিক বেশি লাগবে। তবে আবাদ তেমন ব্যাহত হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহ্যবাহী খেলাধুলা প্রচারে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সঙ্গে এমওইউ স্বাক্ষর

আল হিলালকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স

দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ হাজি

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে চেলসি

টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণ গেলো অন্তত ১৩ জনের

দেশের বিভিন্ন প্রান্তে রাজনীতির নামে চাঁদাবাজি-লুটপাট লক্ষ্য করা যাচ্ছে: জামায়াত আমির