ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

গাজীপুরে লরি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ২

গাজীপুরে লরি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ২

নিউজ ডেস্ক:  গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর-কাপাসিয়া আঞ্চলিক সড়কের লতিফপুর এলাকায় লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনামুল হক সরকার (৪৫) উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খিলপাড়া গ্রামের নুরুল ইসলাম সরকারের ছেলে, অপর নিহত ও আহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার (২১ নভেম্বর) এনামুল হক সরকারসহ আরও তিন সহযোগী রাজমিস্ত্রী কাজে যান। বিকেলে ওই চারজন এক মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশে গোসিঙ্গা বাজারের দিকে আসছিলেন। এ সময় তাদের বহনকারী মোটরসাইকেলটি বিকেল সাড়ে ৫টার দিকে লতিফপুর এলাকায় পৌঁছলে গোসিঙ্গা বাজার থেকে কাপাসিয়াগামী ইটবোঝাই একটি লড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন

এতে মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কাপাসিয়ার তরগাঁও এলাকার একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক এনামুল হক সরকারকে মৃত ঘোষণা করেন। আহতদের গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জয়রাজ বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ৫টায় ইটবোঝাই লড়ি ওম ঘটনাস্থলে একজন নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৯৭৮ হাজি ফেরত পাবেন ৮ কোটি ২৯ লাখ টাকা

চা দিতে দেরি হওয়ায় ছুরিকাঘাতে এক রেস্টুরেন্ট কর্মচারীকে হত্যা

শহীদমিনারে সায়ান-এলিটা, সঙ্গে ২ হাজার ড্রোন

সরকারি ব্যবস্থাপনার হাজিরা ফেরত পাবেন বেঁচে যাওয়া টাকা

ময়মনসিংহে জলাশয়ে পড়ে ছিল নিখোঁজ দুই শিশুর মরদেহ

কিছু রাজনৈতিক দল শুধু ক্ষমতা চায়: নাহিদ ইসলাম