ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

নওগাঁর নিয়ামতপুরে মাছ লুট ও পিকআপ ভাঙচুরের অভিযোগে আটক ১৬

নওগাঁর নিয়ামতপুরে মাছ লুট ও পিকআপ ভাঙচুরের অভিযোগে আটক ১৬

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে মাছ ও মাছ ধরার সরঞ্জাম লুট ও পিকআপ ভাংচুরের অভিযোগে তিনজন নারীসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। ঘটনাটি ঘটেছে উপজেলার পাড়ইল ইউনিয়নের বড়াইল মোড়ে। এ বিষয়ে থানায় লিখিত এজাহার করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের তিলিহারী গ্রামের জনৈক আয়নাল হকের ছেলে আনোয়ার হোসেনকে ভাদকুন্ডু (হঠাৎপাড়া) মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি জামশেদ আলী পুকুরে মাছ ছাড়াসহ যাবতীয় দায়িত্ব প্রদান করে।

গত ২০ নভেম্বর বিকেলে ওই পুকুরে মাছ ধরার জন্য বেড় জাল, পিকআপসহ মাছ ধরার যাবতীয় সরঞ্জাম নিয়ে যাওয়ার পথে জাহাঙ্গীর কবির বাচ্চু (৫২), আরিফ কাউসার (৫০), একরামুল (৫০), ববিতা (৪০), (৪৫), জাকারিয়া (৪০), হারুন (৩৫), বুলবুল (৩৫), জসিম উদ্দিন জুয়েল (৪০), সামসুল হক নবী (৫০), রায়হান পারভেজ (৩৫)সহ আরো ২০ থেকে ২৫ জন আমাদের বাধা দেয় এবং জেলেদের মারধর, পিকআপ ভাংচুরসহ মাছ ধরার যাবতীয় সরঞ্জাম লুট করে নিয়ে যায়।

আরও পড়ুন

এ ঘটনায় ২১ নভেম্বর থানায় লিখিত এজাহার দায়ের করলে রাতে যৌথ অভিযান চালায়। তাদের কাজে বাধা প্রদান করায় তিনজন নারীসহ  ১৬ জনকে আটক করে যৌথবাহিনী।

এ বিষয়ে অফিসার ইনচার্জ হাবিবুর রহমান হাবিব বলেন, অভিযোগে প্রেক্ষিতে ১৬জন আসামীকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩২ বছর পর মধ্যরাতে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশের প্রস্তুতি চূড়ান্ত

পঞ্চগড়ের তেঁতুলিয়া সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে দুদক’র অভিযান

পাবনার বেড়ায় পেঁয়াজ সংরক্ষণে উন্নত পদ্ধতির ঘর

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে ৫৮৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

দিনাজপুর শিক্ষাবোর্ডর এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫ জনকে বহিষ্কার