ভিডিও শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

বগুড়ার আদমদীঘিতে ৯ হাজার হেক্টরের বেশি জমিতে রবিশস্য চাষে লক্ষমাত্রা নির্ধারণ

বগুড়ার আদমদীঘিতে ৯ হাজার হেক্টরের বেশি জমিতে রবিশস্য চাষে লক্ষমাত্রা নির্ধারণ, ছবি : দৈনিক করতোয়া

হাফিজার রহমান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :  চলতি মৌসুমে আদমদীঘিতে আগাম জাতের রোপা আমন ধান কাটার পর আলু, সরিষা, পিঁয়াজ, রসুন, শাক-সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছে কৃষক। এবার বাজারে আলু ও সরিষার দাম ভালো পাওয়ায় উপজেলায় আলু ও সরিষা আবাদ দ্বিগুণ করছেন কৃষকেরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলায় ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ইতিমধ্যেই কৃষকরা আগাম জাতের রোপা আমন ধান কাটার পর সেই জমিতে রবিশস্য আবাদ শুরু হয়েছে। কৃষকরা বিভিন্ন জাতের আলু, সরিষা, পিঁয়াজ, মরিচ, ডাল, শাক-সবজি রোপন করেছেন।

চলতি রবি মৌসুমে  ৩ হাজার হেক্টর জমিতে আলু, ৫ হাজার ৫০০ হেক্টর জমিতে সরিষা, ৩০ হেক্টর জমিতে গম, ৫ হেক্টর জমিতে ভুট্টা, ৬০ হেক্টর জমিতে পিয়াজ, ৩০ হেক্টর জমিতে রসুন, ২৫ হেক্টর জমিতে মসুর ডাল, ৪শ’ হেক্টর জমিতে শাক-সবজি এবং ৪০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন


শিবপুর গ্রামের কৃষক আব্দুল মান্নান জানান, গত মৌসুমে ৩ বিঘা সরিষা চাষ করে ছিলাম। বাজারে দাম ভালো পাওয়ায় তিনি এবার ৫বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। তেঁতুলিয়া গ্রামের কৃষক এনামুল হক জানান, বাজারে আলু ও সরিষার দাম বেশি থাকায় এবার আমি গত বছরের চাইতে ২ বিঘা বেশি জমিতে আলু, সরিষা চাষ করছি।

আদমদীঘি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী বলেন, গত বছরের তুলনায় এবার সরিষা, আলুর আবাদ বেশি করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবার সব ফসলের বাম্পার ফলন হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

লামায় বন্ধ থাকা সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত

চাকরি দেওয়ার নামে প্রতিবন্ধী যুবকের কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় ছাত্রদলকর্মী নিহত

‘জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও মানুষের কাছে দৃশ্যমান’

জামালপুরে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন