রাজবাড়ীতে কাঠাল গাছে ঝুলছিলো যুবকের নিথর দেহ
_original_1732533676.jpg)
রাজবাড়ীর পাংশা রেল স্টেশনের পাশে একটি কাঠাল গাছ থেকে রাকিবুল ইসলাম (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (২৫ নভেম্বর) সকালে পাংশা রেলওয়ে স্টেশন এলাকার জল ঘরের পাশে এ ঘটনা ঘটে।
মৃত রাকিবুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালি উপজেলার পুরাতন চড়াইকোল এলাকার মো. রাজু প্রামাণিকের ছেলে ।
আরও পড়ুনপাংশা মডেল থানার এসআই সাজিদ হোসেন জানান, ভোরে ফজরের নামাজ পড়তে বের হয়ে রাকিবুলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে মর্গে পাঠায়। প্রাথমিক ধারণা করা হচ্ছে রাকিবুল আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
মন্তব্য করুন