বগুড়ার সারিয়াকান্দিতে আগুনে পুড়ে দিন মজুরের দু‘টি গরুর মৃত্যু

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে গোয়াল ঘরে আগুন লেগে হাসেন আলী প্রামাণিক (৮৫) নামে এক দিন মজুরের দুটি গরুর মৃত্যু হয়েছে। হাসেন আলী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল রোববার রাতে হাসেন স্থানীয় একটি মসজিদে এশার নামাজ পড়তে যান। সেখান থেকে ফিরে এসে দেখতে পান তার গোয়াল ঘরে আগুন জ¦লছে। পরে তিনি স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুন নেভানোর আগেই গোয়ালে রাখা দু‘টি গরুই পুড়ে মারা যায়। এ ছাড়াও তার ঘরে আগুন লেগে বিছানা টাকাসহ কিছু আসবাবপত্রও পুড়ে গেছে।
আরও পড়ুনহাসেন আলী বলেন, নিজের বলতে আমার কোনো জমিজমা নেই। অন্যের ও নিজের গরু লালন পালন করে এবং দিন মজুরি করে সংসার চলে। দুটি গরুর মধ্যে একটি গরু বর্গা নিয়েছিলাম। সেটি আগামী মঙ্গলবার হাটে বিক্রি করার কথাও ছিল কিন্তু তা আর সম্ভব হলোনা।
মন্তব্য করুন