বগুড়া কাহালুর জামগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে নিয়ে দ্বন্দ্ব

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলার জামগ্রাম ইউপি চেয়ারম্যান অনুপস্থিত থাকায় পরিষদের কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগসহ প্যানেল চেয়ারম্যনকে নিয়ে চলছে ইউপি সদস্যদের দু’পক্ষের মধ্যে চরম দ্বন্দ্ব। বিষয়টি নিরসনের জন্য আজ রোববার (১ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পরিষদের সদস্যদের নিয়ে বৈঠক করা হলেও বিষয়টির কোন সমাধান হয়নি।
জামগ্রাম পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য সাইদুর রহমান সুমন জানান, তিনিসহ আরও কয়েকজন ইউপি সদস্য সইকৃত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের বরাবর দেওয়া হয়। অভিযোগে উল্লেখ করা হয়, জামগ্রাম ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন খোকন বেশকিছু দিন ধরে পরিষদে অনুপস্থিত থাকার কারণে দাপ্তরিক কাজে অচলাবস্থার সৃষ্টি হওয়াসহ ইউনিয়নবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
অভিযোগকারী সাইদুর রহমান আরও বলেন, চেয়ারম্যান খোকন অতিগোপনে ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল আলা মো. নুরুল ইসলামকে প্যানেল চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করলেও তা তারা জানতে পারেননি। এছাড়া প্যানেল চেয়ারম্যানের দাপ্তরিক কোন কার্যক্রম তাদের চোখে পড়েনি। এজন্য তারা নুরুল ইসলামকে প্যানেল চেয়ারম্যান হিসেবে মেনে নিতে পারেননি।
তিনি জানান, ৫ আগস্টের পর থেকে চেয়ারম্যান খোকন উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভাতেও অনুপস্থিতসহ আত্মগোপনে চলে যান। তিনি বাইরে থেকে পরিষদের কিছু কিছু কাগজপত্রে সই করেন। তবে জামগ্রাম ইউনিয়ন পরিষদ থেকে ইউনিয়নবাসী অফিস চলাকালীন তাৎক্ষণিক কোন সেবা পান না।
এদিকে ইউ’পি সদস্যদের লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ আজ রোববার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে প্যানেল চেয়ারম্যানসহ দু’পক্ষে মোট ১২ জন ইউপি সদস্যদের নিয়ে তার কার্যালয়ে অলোচনায় বসেন। সভায় সাইদুর রহমানসহ তার পক্ষের ইউপি সদস্যারা মো. নুরুল ইসলামকে প্যানেল চেয়ারম্যান হিসেবে মেনে নিতে অপারগতা প্রকাশ করেন।
আরও পড়ুনপরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ইউপি সদস্যদের প্যানেল চেয়ারম্যানের বিষয়ে মৌখিক মতামত জানতে চাইলে এতে সাইদুর রহমান সুমনকে প্যানেল চেয়ারম্যান করার জন্য সাতজন সম্মতি দেন। এছাড়া আবুল আলা মো. নুরুল ইসলামের পক্ষে সম্মতি দেন পাঁচজন, যার কারণে বিষয়টি নিষ্পত্তি হয়নি।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, বিষয়টি নিয়ে জটিলতার সৃষ্টি হওয়ায় অভিযোগটি জেলা প্রশাসক বরাবরে পাঠিয়ে দিবেন। জেলা প্রশাসকের মতামতের ভিত্তিতে তিনি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য আবুল আলা মো. নুরুল ইসলাম বলেন, সর্বসম্মতিক্রমে রেজুলেশনের মাধ্যমেই আমাকে প্যানেল চেয়ারম্যান করা হয়েছে এবং আমি চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাচ্ছি।
এদিকে, জামগ্রাম ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন খোকন বলেন, আমি কখনই অনুপস্থিত ছিলাম না সঠিকভাবে দায়িত্ব পালন করেছি। এ বিষয়ে ইউনিয়নবাসীর কারো কোন অভিযোগ নেই। তবে শারীরিক অসুস্থতা, সামজিক অস্থিরতা ও নিরাপত্তার অভাবে কিছু দিনের জন্য তিনি গত ২৮ নভেম্বর থেকে প্যানেল চেয়ারম্যান আবুল আলা মো. নুরুল ইসলামের কাছে তার দায়িত্বভার বুঝে দিয়েছেন। এছাড়া বিষয়টি তিনি উপজেলা নির্বাহী অফিসারকেও লিখিতভাবে জানিয়েছেন।
মন্তব্য করুন