ভিডিও সোমবার, ১৯ মে ২০২৫

বগুড়ার সোনাতলায় খালে বিলে শাপলার সমারোহ

বগুড়ার সোনাতলায় খালে বিলে শাপলার সমারোহ, ছবি : দৈনিক করতোয়া

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় খালে-বিলে শাপলা ফুলের বিশাল সমারোহ। এতে করে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আকৃষ্ট হচ্ছেন পথচারীরা। কিছু সময়ের জন্য হলেও পথচারীরা সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন।

উপজেলার হাড়িয়াকান্দির রুহের বিল, মহিচরণ বিল, গজারিয়া বিল, সাতবিলা, মাধবডাঙ্গা, পাঠানপাড়া, বামুনিয়া, সিঙ্গির পাড়া, গণিয়ারিকান্দি বিলে গিয়ে শাপলা ফুলের বিপুল সমারোহ দেখা গেছে। স্থানীয়রা জানান, সকালে সূর্য ওঠার সাথে সাথে শাপলা তার কলি থেকে ফুটতে শুরু করে। বেলা ১০টার পর ফুলগুলো ফোটা শেষ হয়। ফুলগুলো যতক্ষণ আকাশে সূর্যের আলো থাকে ততক্ষণ প্রস্ফুটিত থাকে।

বেলা গড়ার সাথে সাথে ফুলগুলো আবার কলিতে লুকিয়ে পড়ে। এভাবে শাপলা ফুলের লুকোচুরি দেখতে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এসব বিলে ফুলের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য উৎসুক জনতা ভিড় জমান। বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সী মানুষ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আসেন।

আরও পড়ুন

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত গ্রামগঞ্জের খালে বিলে ও পুকুরে জাতীয় ফুল শাপলার দেখা মেলে। পানিতে থাকা এই ফুলের সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার

নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার, যা বললেন বাঁধন

ইশরাকের শপথ নিয়ে আইনি জটিলতা আছে: উপদেষ্টা আসিফ

পিএসএল সাকিবের সতীর্থ হচ্ছেন মিরাজ

কাঠগড়ায় কাঁদলেন নুসরাত ফারিয়া

পাচার হওয়া অর্থ ফেরাতে ৪-৫ বছর লেগে যায় : গভর্নর