ভিডিও বুধবার, ৩০ জুলাই ২০২৫

মুন্সীগঞ্জে প্রবাসী হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে প্রবাসী হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সী (৪০) হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (১ ডিসেম্বর) রাতে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পুলিশের ভাষ্যমতে, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ওয়াসিম খান (৩৮) এবং তার সহযোগী মোহাম্মদ রনি (৩৫) ও শাহিন প্রধান (৩৬)।

পুলিশ জানায়, প্রথমে রাজধানীর কদমতলী থেকে ওয়াসিমকে, পরে তার দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার হরপাড়া এলাকা থেকে শাহিন ও রনিকে গ্রেপ্তার করা হয়। 

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, ওই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী ২৯ নভেম্বর শ্রীনগর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

 

প্রসঙ্গত, গত বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার গাদিঘাট গ্রামের দেউলভোগ খাল থেকে বস্তাবন্দি হাত-পা বাঁধা তিন দিন নিখোঁজ থাকা প্রবাসী রমজান মুন্সীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ২ দিন আগে সোমবার (২৫ নভেম্বর) দেওলভোগ বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। মঙ্গলবার (২৬ নভেম্বর) তার সিঙ্গাপুর চলে যাওয়ার কথা ছিল। দেড়-মাস আগে সিঙ্গাপুর থেকে গ্রামের বাড়িতে আসেন রমজান মুন্সী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালের উত্তাপ ছড়ালেও বুমরাহকে পাচ্ছে না ভারত!

এনসিপিকে শহীদ মিনার ছেড়ে দিল ছাত্রদল

সুনামি : দেশজুড়ে প্রায় ২০ লাখ মানুষকে সরাচ্ছে জাপান

জুলাই আন্দোলনে নিহত হওয়ার স্থানে হবে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ 

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা, মুখে ও চোখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে