সাভারে বাস-প্রাইভেট কারের সংঘর্ষ, নিহত ৩
_original_1733142131.jpg)
ঢাকার সাভার উপজেলায় বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
আজ সোমবার (২ ডিসেম্বর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুরে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- প্রাইভেট কার চালক ও গাড়ির মালিক মজিবুর রহমান, ইব্রাহীম ও নাজিমুদ্দিন। আহতরা হলেন- শাহাবুদ্দিন ও আব্দুল জলিল।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম।
আরও পড়ুনহাইওয়ে থানা-পুলিশ জানায়, সিএনজি স্টেশন থেকে গ্যাস ভরে উল্টোপথে যাচ্ছিল একটি প্রাইভেট কার। ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুরে পৌঁছালে ঢাকাগামী এক যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালকের সিটে থাকা মালিক মজিবুর রহমান ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর আহত ইব্রাহীম ও নাজিমুদ্দিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া এই ঘটনায় প্রাইভেট কারে থাকা শাহাবুদ্দিন ও আব্দুল জলিল হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি সওগাতুল আলম বলেন, খবর পেয়ে সাভার হাইওয়ে থানা-পুলিশ দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চালানো হচ্ছে।
মন্তব্য করুন