ভিডিও মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

সিরাজগঞ্জে মা-ছেলের পাসপোর্ট-ভিসা ছিনতাই, ওমরাহ পালন অনিশ্চিত

সিরাজগঞ্জে মা-ছেলের পাসপোর্ট-ভিসা ছিনতাই, ওমরাহ পালন অনিশ্চিত

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জে ওমরাহ পালনে ঢাকা যাওয়ার সময় মা-ছেলের পাসপোর্ট-ভিসা ও টাকা ছিনতাই হয়েছে। গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে যাওয়ার সময় জেলার কামারখন্দের জামতৈল রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটেছে। এতে মা-ছেলের ওমরাহ পালন অনিশ্চিত হয়ে পড়েছে।

ভুক্তভোগীরা হলেন- দিনাজপুর জেলার খানসামা উপজেলার পাকেরহাট গ্রামের মৃত মতিয়ার রহমানের স্ত্রী তাহমিনা বেগম ও ছেলে তৌহিদুল ইসলাম। ভুক্তভোগী তৌহিদুল ইসলাম বলেন, ওমরাহ পালনের জন্য গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে নীলফামারী রেলস্টেশন থেকে মাকে নিয়ে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে ঢাকা এয়ারপোর্ট যাচ্ছিলাম।

এসময় রাত আড়াইটায় জামতৈল রেলওয়ে স্টেশনে পদ্মা এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিংয়ে নীলসাগর এক্সপ্রেস থামে। পরে ট্রেন স্টেশনে অবস্থানকালে ছিনতাইকারীরা আমার পাশে থাকা ব্যাগ নিয়ে পালিয়ে যায়। যার মধ্যে ছিল আমার ও মায়ের পাসপোর্ট, ভিসা, ৭৭ হাজার টাকা, মোবাইল ফোন, পাওয়ার ব্যাংকসহ প্রয়োজনীয় কাগজপত্র। এখন পাসপোর্ট ও ভিসা ছিনতাই হওয়ায় ওমরাহ পালনে যাওয়া অনিশ্চিত আমাদের।

আরও পড়ুন

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কর্মকর্তা দুলাল উদ্দিন বলেন, ওমরাহ পালনাকরী হজযাত্রী মা ও ছেলে আমাকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। যেহেতু লিখিত অভিযোগ সময় সাপেক্ষ ব্যাপার, এক্ষেত্রে মৌখিক অভিযোগের প্রেক্ষিতে ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরের নার্সারি থেকে মরিচের চারা কিনে দিশেহারা কৃষক

চট্টগ্রামে অস্ত্রসহ ৬ উপজাতি সন্ত্রাসী আটক

করতোয়া সম্পাদকের ব্যাংক চেক প্রত্যাখ্যানের মামলায় আসামির ছয় মাস জেল ও ৮ লাখ টাকা জরিমানা

বগুড়াসহ দেশের ১৬ ইউনিয়নে পাইলট প্রকল্প হিসেবে ওটিপি‘র মাধ্যমে চাল বিতরণ শুরু

নারায়ণগঞ্জে মিললো গাজীপুর সিটির বস্তাভর্তি এনআইডি কার্ড

বগুড়ার শিবগঞ্জে কৃষকের তিন হাজার বেগুন ও ৯শ’ কলাগাছ কর্তনের অভিযোগ