ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

নওগাঁর ধামইরহাটে শিশু ধর্ষণ মামলায় স্কুলছাত্র গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাটে শিশু ধর্ষণ মামলায় স্কুলছাত্র গ্রেপ্তার, প্রতীকী ছবি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তিন বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক স্কুল ছাত্রকে (১৬) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ বুধবার (৪ নভেম্বর) ধামইরহাট থানার ওসি রাইসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার বেলা ২টায় উপজেলার পৌর এলাকার দক্ষিণ চকযদু গ্রামে এ ঘটনা ঘটে। পরবর্তীতে রাতেই ওই শিশুর বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত কিশোর মো. আরাফাত হোসেন সদর এলাকার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সে দক্ষিণ চকযদু গ্রামের মো. হুমায়ুন কবিরের ছেলে। ঘটনার দিনে উপজেলার দক্ষিণ চকযদু এলাকায় তার নিজ বাড়িতে স্থানীয় জনৈক ব্যক্তির তিন বছর বয়সী এক শিশুকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

আরও পড়ুন

পরে শিশুটির কান্নার চিৎকারে তার মাসহ স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিষয়টি জানাজানি হলে থানা পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেন। পরে ধর্ষণের ঘটনার দায় থানা পুলিশের কাছে স্বীকার করে ওই স্কুল পড়ুয়া কিশোর।

ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে। মামলার প্রেক্ষিতে আজ বুধবার (৪ নভেম্বর) সকালে কিশোরকে শিশু আদালতে প্রেরণ করা হয়। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনায় গুরুতর আহত ইন্ডিয়ান আইডল’ বিজয়ী পবনদীপ

স্ত্রীসহ পাপনের বিরুদ্ধে মামলা

ফেসবুকে গান পোস্ট করে সাংবাদিকের জে-ল: প্রতি-বাদে সাংবাদিকদের মানববন্ধন | Daily Karatoa

এবার আরেকটি নদীর পানিপ্রবাহ বন্ধ করে দিলো ভারত

বলিউড ইন্ডাস্ট্রিকে ‘চোর’ আখ্যা দিলেন নওয়াজউদ্দিন

১২শ’ কিলোমিটার পাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন তেহরানের