ভিডিও বুধবার, ১৪ মে ২০২৫

চাঁদপুরে নৌবন্দর নির্মাণে ক্ষতিগ্রস্ত ১২৭ জনকে চেক হস্তান্তর

চাঁদপুরে নৌবন্দর নির্মাণে ক্ষতিগ্রস্ত ১২৭ জনকে চেক হস্তান্তর

চাঁদপুরে আধুনিক নৌবন্দর নির্মাণের জন্য ক্ষতিগ্রস্ত ১২৭ পরিবার ও ব্যবসায়ীকে ক্ষতিপূরণ হিসেবে তিন কোটি ২৭ লাখ টাকার চেক দেওয়া হয়েছে।

আজ শনিবার (৭ ডিসেম্বর) সকালে শহরের মাদরাসা রোডস্থ দারুল উলুম মাদরাসা মাঠে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে এসব চেক তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। এ কাজে সহায়তা করেন সোশ্যাল এনজিও।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক (ডিসি) বলেন, দেশব্যাপী বৃটিশদের আমল থেকে চাঁদপুর নদী বন্দরের সুনাম রয়েছে। আশপাশের মানুষের জন্য এই লঞ্চ টার্মিনাল অনেক গুরুত্বপূর্ণ। এটি দৃশ্যমান বিস্ময়কর একটি টার্মিনাল হবে। যারা টাকা পাবেন তারা নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেবেন। এর ব্যত্যয় হলে তিনদিনের মধ্যে খালি করা হবে। একই জায়গার জন্য আপনারা দুবার ক্ষতিপূরণ পেলেন। এই টার্মিনাল হলে এর সুফল আপনারাই ভোগ করবেন। কক্সবাজারের মতো চাঁদপুরে একটা রিভার ড্রাইভ নির্মাণ হবে। এখানে পর্যটনের জন্য রিসোর্ট তৈরি হবে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের উদ্দেশ্যে ডিসি বলেন, আগামী ২০২৫ সালের আগস্ট মাসে কাজ শেষ করতে হবে।

আরও পড়ুন

অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও আধুনিক নৌবন্দর নির্মাণ কাজের প্রকল্প পরিচালক মো. আইয়ুব আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মো. ফরহাদুজ্জামান, চাঁদপুর পৌর বিএনপি সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব চক্রবর্তীসহ সুধীজন।

নৌবন্দর নির্মাণ কাজের প্রকল্প পরিচালক আইয়ুব আলী জানান, ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের চেক প্রাপ্তির এক সপ্তাহের মধ্যে বর্তমান স্থান ত্যাগ করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার চাটমোহরে অটোরিকশার ধাক্কায় এক ব্যক্তি নিহত

সিরাজগঞ্জে কচু চাষে-খরচ কম, লাভ বেশি

রাজশাহীতে আমবাগান থেকে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

৬ ঘণ্টা পর শাহবাগ ছেড়েছেন নার্সিং শিক্ষার্থীরা, যানচলাচল স্বাভাবিক

বগুড়ার ধুনটে অব্যবহৃত সরকারি পাঠ্যবই বিক্রি : গ্রেফতার ২

সাম্য হত্যার ঘটনায় গ্রেফতার ৩ জনকে কারাগারে