বগুড়ায় যুবদলের সমাবেশে বক্তারা
মব সৃষ্টিকারীদের ছাড় দেওয়ায় দেশে আতংক ছড়িয়ে পড়ছে
_original_1752764228.jpg)
স্টাফ রিপোর্টার : অন্তবর্তী সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইনশঙঙ্খলা পরিস্থিতির অবনতি উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ জুলাই) বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল।
বৃহস্পতিবার, বিকেল ৪টায় জেলা যুবদলের অধীনস্থ ২৪টি ইউনিটের নেতৃবৃন্দের নিয়ে মোহাম্মদ আলী হাসপাতাল সংলগ্ন মাঠ থেকে সাতমাথা হয়ে সদর থানার মোড় হয়ে (পুলিশ প্লাজা সংলগ্ন) শহীদ খোকন পার্ক পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, বিএনপি নেতা সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাহিন, যুবদল নেতা সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, এড. এনামুল হক পান্না, ফেরদৌস আজম সুমন, তাজমিলুর ইসলাম বিচিত্র, শাহাদাৎ হোসেন সোহাগ, ইমরান হোসেন, মিনহাজুল ইসলাম রিমন, জুম্মান শেখ, রাশেদুল কবির রাশেদ, আরিফুল ইসলাম, বাবুল প্রধান, মিল্লাত হোসেন, মাহমুদুল হাসান প্রিন্স, শফিউল আলম শাফিন, কিশোর হাসান সনি, আনিসুল হক, হারুনুর রশিদ সুজন, মোসলেম উদ্দিন স্বপর, মহরম হাসান টফিন, মায়শুকুর রহমান, আহসান হাবীব সেলিম, মিজানুর রহমান মনু, রাশেদুল ইসলাম রাশেদ, এস এম রিপন, সাজু আহম্মেদ রবি, মিনহাজুল ইসলাম তুহিন, আল আমিন শানু, মাহমুদুল হাসান জিতু, কামাল হোসেন, মওদুদ সওদাগর সন্তু, এড. মাসুম মিয়া, শফিকুল ইসলাম শফিক, সোহাগ মাহমুদ, রেদওয়ানুল হক হৃদয় প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, প্রশাসনের নিস্ক্রিয়তায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এই সুযোগে ফ্যাসিস্টের দোষরেরা মাথা চারা দিয়ে উঠছে। তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা করছে। বক্তারা বলেন, আমরা গনতন্ত্র চেয়েছিলাম। কিন্তু গনতন্ত্রের পরিবর্তে মবতন্ত্র পেয়েছি। সরকার আইনশৃঙ্খলার অবনতি নিয়ন্ত্রন করতে ব্যর্থ হয়েছে। এখনো আওয়ামী দোষরেরা হত্যা খুন করে চলেছে। তাদেরকে গ্রেফতার করা হচ্ছেনা। মব সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারায় দেশে আতংক ছড়িয়ে পড়ছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।
আরও পড়ুনএর আগে বিকেল ৪ টা থেকে সমাবেশ হওয়ার কতা থাকলেও দুপুরের পর থেকে জেলা ২৪ টি ইউনিটের সদস্যরা মোহাম্মদ আরী হাসপাতালের মাঠে এসে জড়ো হতে শুরু করে। সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিশাল মিছিল শহরের মাতমাথা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মন্তব্য করুন