জয়পুরহাটে বীজআলু হিমাগারে ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
_original_1733756591.jpg)
জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আয়মাপুরে একটি বীজআলু হিমাগারে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাতে ডাকাতির এ ঘটনা ঘটে। ডাকাতরা হিমাগারের ভিতরে থাকা ট্রান্সফরমারের মূল্যবান তামার তারসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
হিমাগারের মেশিন অপারেটর হেলাল উদ্দিন বলেন, গতকাল রোববার দিবাগত রাত প্রায় ১২টার দিকে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে হিমাগারের ভিতরে এসে হামলা করে। একপর্যায়ে তারা হিমাগারের মেশিন অপারেটর শাহ আলম, সহকারী অপারেটর গোলাম রব্বানী, সিকিউরিটি গার্ড আব্দুল করিম ও গভীর নলকূপের চালক আঙ্গুর আলীকে হাত-পা বেঁধে মারধর করে।
পরে তাদের চেতনানাশক খাইয়ে হিমাগারের মেশিন ঘরে প্রবেশ করে ট্রান্সফরমারের মূল্যবান তামার তার লুট করে। এরপর হিমাগারের অফিস কক্ষে প্রবেশ করে টেবিল ও আলমিরার ড্রয়ার তছনছ করে টাকা নিয়ে যায়। তবে কত টাকা নিয়ে গেছে তারা জানাতে পারেননি। কর্তৃপক্ষ জানায়, ডাকাতেরা কোটি টাকার মালামাল নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরও পড়ুনক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাতে যারা ছিলেন, তাদের চেতনানাশক খাইয়ে শুধুমাত্র হিমাগারের ট্রান্সফরমারের তামার তার নিয়ে গেছে।
মন্তব্য করুন