সমন্বয়কদের গাড়িতে হামলা ও ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা ও ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রাম থেকে রিয়াজ উদ্দিনের ছেলে মোবারক হোসেন (৩০) ও বারদী ইউনিয়নের দামোদরদী গ্রাম থেকে মৃত সামছুল ইসলামের ছেলে বিল্লাল মিয়াকে (৪৫) গ্রেফতার করে পুলিশ।
সোনারগাঁ থানার ওসি এম এ বারী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় ছিনতাইকারীদের হামলার ঘটনায় আমরা গুরুত্বসহ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
আরও পড়ুনতাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া মোবাইল উদ্ধারে অভিযান চলমান রয়েছে।
মন্তব্য করুন