ভিডিও মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

বিজয় দিবসকে সামনে রেখে পাঁচবিবিতে ফেরি করে পতাকা বিক্রি করছে হেমায়েত মাতবর

বিজয় দিবসকে সামনে রেখে পাঁচবিবিতে ফেরি করে পতাকা বিক্রি করছে হেমায়েত মাতবর। ছবি : দৈনিক করতোয়া

বাগজানা (জয়পুুরহাট) প্রতিনিধি : ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার শ্রীবরদি গ্রামের মৌসুমী পতাকা বিক্রেতা ছায়েম মাতবরের ছেলে হেমায়েত মাতবর প্রতি বছরের মত এবারও বিজয় দিবস উপলক্ষ্যে লাল সবুজের পতাকা বিক্রি করার জন্য জয়পুরহাটে পাঁচবিবিতে এসেছেন।


১৫ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন হাট বাজার ও জন গুরুত্বপূর্ণ স্থানে ফেরি করে পতাকা বিক্রি করবেন তিনি। ১০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে পাঁচবিবি থানা রোডে দেখা হলে কথা হয় এ প্রতিবেদকের সাথে। তিনি বলেন তিনি পেশায় একজন কৃষক। সারা বছর সংসারের কাজকর্ম করলেও এই সময়টাতে বাড়তি আয়ের আশায় বিজয় দিবসের পতাকা, মাথায় এবং হাতে বাঁধার ব্যান্ড ও বিজয় দিবসের অন্যান্য সামগ্রী বিক্রি করেন।

অন্যান্য বারের  তুলনায় এবার মোটরসাইকেল, যানবাহনে বাঁধানো ছোট পতাকা ও জাতীয় পতাকা সম্বলিত  মাথায় বাঁধা ব্যাচ বেশি বিক্রি হচ্ছে। কারণ হিসাবে তিনি বলেন, গত ৫ আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের ভূমিকা পালনকারী ছাত্র যুবকরাই এসব বেশি কিনছেন।

একারণে এ গুলো ভালই বিক্রি হচ্ছে। প্রতিদিন সে বিক্রি করে ২ হাজার থেকে ২৫শ টাকা পর্যন্ত। এতে করে  এই ১৫ দিনে পতাকা বিক্রি থেকে আয় হবে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকার মত। আর এই বিজয় নিশান কাঁধে নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করতে ভালোই লাগে তার।

আরও পড়ুন

তিনি জানান, ৬ ফুটের একটি পতাকা বিক্রি করছেন ১শ ৫০ টাকা থেকে ১শ ৭০ টাকা, ৫ ফুট ১শ টাকা থেকে ১শ২০ টাকা, সাড়ে ৩ ফুট ৮০ থেকে ১শ টাকা, আড়াই ফুট ৫০থেকে ৭০ টাকা, দেড় ফুট ৩০ টাকা আর ১ ফুট ২০ টাকা।

স্থানীয়রা বলেছেন, বিজয়ের মাসে অনেকেই বাড়ির ছাদে, শিল্প-প্রতিষ্ঠানের সামনে এমনকি গাড়িতেও জাতীয় পতাকা ওড়ান। এর ফলে বিজয়ের মাস এলেই জাতীয় পতাকার চাহিদা বেড়ে যায়। অনেক মানুষ দর্জির দোকানে গিয়ে পতাকা বানিয়ে নেয়ার চেয়ে ফেরিওয়ালার কাছ থেকে সহজেই কিনছে তাদের চাহিদা মত পতাকা সহ অন্যান্য জিনিস। এই সুযোগে মৌসুমী ব্যবসায়ীরা হাট-বাজারে ঘুরে ঘুরে জাতীয় পতাকা বিক্রি করছেন। শুধু পতাকা নয়, হাতে ও মাথায় বাঁধার মতো লাল-সবুজ ব্যাচও বিক্রি করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরের নার্সারি থেকে মরিচের চারা কিনে দিশেহারা কৃষক

চট্টগ্রামে অস্ত্রসহ ৬ উপজাতি সন্ত্রাসী আটক

করতোয়া সম্পাদকের ব্যাংক চেক প্রত্যাখ্যানের মামলায় আসামির ছয় মাস জেল ও ৮ লাখ টাকা জরিমানা

বগুড়াসহ দেশের ১৬ ইউনিয়নে পাইলট প্রকল্প হিসেবে ওটিপি‘র মাধ্যমে চাল বিতরণ শুরু

নারায়ণগঞ্জে মিললো গাজীপুর সিটির বস্তাভর্তি এনআইডি কার্ড

বগুড়ার শিবগঞ্জে কৃষকের তিন হাজার বেগুন ও ৯শ’ কলাগাছ কর্তনের অভিযোগ