বগুড়ার আদমদীঘিতে এক বৃদ্ধার ফাঁস দিয়ে আত্মহত্যা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে হাওয়া বিবি (৫৫) নামের এক নারী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির সিংগাহার গ্রামের মৃত জামেদ হোসেন দুদুর স্ত্রী। আজ বুধবার (১১ নভেম্বর) সকালে তার নিজ বাড়ির শয়ন ঘরে বাঁশের তীরের সাথে দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার রাতের খাবার পর শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। পরদিন আজ বুধবার (১১ নভেম্বর) সকালে তাকে খাবার দিতে গিয়ে দেখেন তালার বাঁশের তীরের সাথে দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। হাওয়া বিবির ছেলে বেলাল হোসেন জানায়, তিনি মানসিক রোগি ছিলেন।
আরও পড়ুনচিকিৎসা করেও সুস্থ্য করা যায়নি। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।
মন্তব্য করুন