ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

শীতের কুয়াশার চাদরে ঢাকা

শীতের কুয়াশার চাদরে ঢাকা, ছবি : দৈনিক করতোয়া

দিনাজপুর প্রতিনিধি : রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকে পুরো এলাকা। দিনাজপুরে দিনের বেশিরভাগ সময় মিলছে না সূর্যের দেখা। তাপমাত্রা কমে যাওয়ায় রাস্তায় মানুষের চলাচলও কমেছে।দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, গতকাল সকাল ৬টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১ কিলোমিটার।

সরেজমিনে দেখা গেছে, রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা এবং দিনভর হিমেল হাওয়ায় কনকনে শীতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। শীতের কারণে জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। তবে সংসার ও পরিবারের চাহিদা মেটাতে নিম্ন আয়ের মানুষরা শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে ছুটছেন।

গত কয়েকদিনে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রকোপ বেড়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় অঞ্চলে শীতের তীব্রতা অন্য জায়গার চেয়ে কিছুটা বেশি অনুভূত হচ্ছে।

এমন অবস্থায় আবহাওয়া অধিদফতর বলছে, শীত বা ঠান্ডা কিছুটা বেশি অনুভূত হলেও আপাতত আগামী ১০ দিন শৈত্যপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। কিন্তু এই কয়দিন দেশের অন্যান্য অঞ্চলে স্বাভাবিক ঠান্ডা অনুভূত হলেও উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা নামতে পারে। ফলে এসব অঞ্চলে শীতও বেশি অনুভূত হতে পারে।

নওগাঁ : ঘন কুয়াশায় ঢেকে গেছে নওগাঁ। বৃষ্টির মতো ঝরা শিশিরের সাথে হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডা জবুথবু এ জেলার মানুষ। এ জনপদে গত দুই দিন ধরে দেখা মিলছে না সূর্যের। এতে স্থবির হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষের জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো। সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিন ঘুরে দেখা গেছে, ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। রাস্তাঘাট ছিল প্রায় জনশূন্য। যারা জরুরি প্রয়োজনে বাইরে বের হয়েছেন, তাদের অনেকেই শীতের কারণে বিপাকে পড়েছেন। ঘন কুয়াশার কারণে ঘটছে দুর্ঘটনাও। গত দুই দিনে এই জেলায় সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। নওগাঁ সদর হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স গুলোতে বাড়ছে শীতজনিত রোগীদের ভিড়। বিশেষ করে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়েরিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।

আরও পড়ুন

নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, আজ বুধবার (১১ নভেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন থেকেই তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রির ঘরে উঠানামা করছে। আগামী আরও দুই একদিন তাপমাত্রা এরকমই থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হরিপুর (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার রাস্তা-ঘাট যেন শীতের ঘন কুয়াশার চাদরে ঢাকা। গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করছে যানবাহন। আজ বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা বাজলেও দেখা মিলেনি সূর্যের আলো। হিমেল বাতাস আর ঘন কুয়াশায় জেঁকে বসেছে শীত। ধীরে ধীরে কমতে শুরু করেছে দিনের তাপমাত্রা।

গত দুই তিন দিন ধরে সকাল ও রাতে শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। শীতের তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছে নিম্নআয়ের মানুষ। পরিবার পরিজন নিয়ে কষ্টে দিনযাপন করছেন তারা। শীত বস্ত্রের অভাবে অসহায় মানুষ বাড়ির আশে-পাশে কিংবা মাঠ থেকে খড়কুটা কুড়িয়ে বাড়িতে নিয়ে এসে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছেন। দুপুরের পরে রোদের দেখা মিললেও এতে থাকে না কোনো উষ্ণতা।

বিরুপ আবহাওয়ার কারণে পরিবার গুলোতে বৃদ্ধ ও শিশুদের শীতজনিত রোগ বৃদ্ধি পাচ্ছে। এতে হাসপাতালের  বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগী বাড়ছে। এদের বেশির ভাগেই শিশু ও বৃদ্ধ বলে হাসপাতাল বহির্বিভাগ সূত্রে জানা গেছে।

হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, শীতবস্ত্রের জন্য ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করা হয়েছে। এখন পর্যন্ত কোন শীতবস্ত্র পাওয়া যায়নি। পাওয়া গেলে দ্রুত বিতরণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩২ বছর পর মধ্যরাতে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশের প্রস্তুতি চূড়ান্ত

পঞ্চগড়ের তেঁতুলিয়া সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে দুদক’র অভিযান

পাবনার বেড়ায় পেঁয়াজ সংরক্ষণে উন্নত পদ্ধতির ঘর

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে ৫৮৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

দিনাজপুর শিক্ষাবোর্ডর এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫ জনকে বহিষ্কার