বগুড়ার আদমদীঘিতে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে সড়ক পারাপারের সময় মাছবাহী ট্রাকের ধাক্কায় মোতাহার সরদার (৬০) নামের মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ নিহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির অদূরে বাবলাতলী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোতাহার সরদার আদমদীঘি উপজেলার সান্তাহার নামা-পোঁওতা ওয়ার্কশপ মসজিদ এলাকার তবিবর সরদারের ছেলে।
মোতাহার সরদারের স্ত্রী পারুল নেছা ও পুলিশ জানায়, মানসিক ভারসাম্যহীন মোতাহার সরদার মাঝে মধ্যে হঠাৎ করে বাড়ি থেকে নিখোঁজ হতেন। গত বৃহস্পতিবার বিকেলে তিনি আবারো নিখোঁজ হন। এরপর তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখোঁজি করে ব্যর্থ হন।
আরও পড়ুনএদিকে মানসিক ভারসাম্যহীন মোতাহার সরদার ওই দিন দিবাগত রাত আড়াইটার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির বাবলাতলী নামক স্থানে মহাসড়ক পারাপারের সময় বগুড়াগামী মাছবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে পাশের খাদে পড়ে যায়।
এতে মোতাহার সরদার ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন