যথাযত মর্যদায় বগুড়াসহ উত্তরাঞ্চলে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

করতোয়া ডেস্ক : বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা, উপজেলা এবং প্রতিষ্ঠানে যথাযত মর্যদার সাথে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে পুস্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন,
বগুড়া প্রেসক্লাব : শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে প্রেসক্লাবে সিনিয়র সদস্য রেজাউল হাসান রানুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, মীর সাজ্জাদ আলী সন্তোষ, রেজাউল হক বাবু, যুগ্ম-আহ্বায়ক রাহাত রিটু, এফ শাজাহান, আবুল কালাম আজাদ, আব্দুল ওয়াদুদ, মাজেদুর রহমান মাজেদ, মামুনুর রশিদ, মোস্তফা মোঘল, সুমন সরদার, হারুনুর রশিদ, রায়হান তালুকদার রানা প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, বিজয়ের দুই দিন আগে বাংলাদেশকে মেধা শূন্য করতে পরাজিত সৈনিকের দোসররা এই জঘন্য হত্যাকান্ড ঘটায়।
এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বগুড়া প্রেসক্লাবের পক্ষ থেকে মুক্তির ফুলবাড়ীতে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকালে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে বগুড়া প্রেসক্লাবের পক্ষ থেকে মুক্তির ফুলবাড়ীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব সবুর শাহ লোটাস, যুগ্ম-আহ্বায়ক রাহাত রিটু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ. আব্দুল ওয়াদুদ, সাইফুল ইসলাম, মোস্তফা মোঘল, আব্দুস সাত্তার, ইকবাল, সেলিম প্রমুখ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁর পক্ষ থেকে আজ শনিবার (১৪ ডিসেম্বর) পুস্পমাল্য অর্পণ করা হয়। নওগাঁ সদর উপজেলাধীন বোয়ালিয়া ইউনিয়নের দোগাছীতে অবস্থিত বদ্ধভূমির স্মৃতিস্তম্ভে র্যালিসহ পুষ্পস্তুপক অর্পন ও শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী উপস্থিত ছিলেন।
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি : শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ, বুদ্ধিজীবী স্মরণে নিরবতা পালন, আলোচনা ও শোক র্যালি অনুষ্ঠিত হয়। সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। সকাল ৯টায় একটি র্যালি উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এর নেতৃত্বে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহিদ মিনারে পুষ্পার্ঘ অপর্ণ করেন।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, পরিচালক (অর্থ) আবু জাহিদ মোঃ জগলুল পাশা, উপ-পরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মোঃ জাহেদুল আলম, সকল বিভাগীয় প্রধান, হল প্রভোস্টগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টাসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। র্যালি শেষে শহিদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ: শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০টায় স্কুল সেমিনার কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান আলী সরদার। আলোচনা সভায় আরও বক্তব্য প্রদান করেন সহকারি শিক্ষক ও একাডেমিক ইনচার্জ (প্রাথমিক শাখা) পলাশ রহমান, প্রভাষক মো. মুকুল হোসেন, মাসুম প্রধান, অমিত কুমার রায়, মোছা. মেহেরীন নেছা, সহকারি শিক্ষক জাহিদুল ইসলাম, মোছা. রুমানা আখতার, মোছা. সিমানুর খাতুন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি শিক্ষক মো. আলমগীর হোসেন । অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা) সাব্বির আহমেদ।
বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ : বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানের শিক্ষক মিলনায়তনে আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এবং ওই প্রতিষ্ঠানের প্রশাসক মো. আব্দুর রশীদ। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মুহ. মুনজুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক ও অনুষ্ঠানের আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি (কলেজ শাখা) মো. হাবিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি (স্কুল শাখা) মো. মইনুল ইসলাম, জ্যেষ্ঠ প্রভাষক মো. আবদুল হামিদ, ভারপ্রাপ্ত সহঃ প্রধান শিক্ষক মো. ফেরদৌস আলম, মাওলানা মোহাম্মদ মোস্তাকিম হোসাইন, সহকারী শিক্ষক নিখিল চন্দ্র বর্মন, রুমানা খাতুন, শরমিলা আক্তার, শামীম আলম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক অপূর্ব কুমার মজুমদার। আলোচনা সভা শেষে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন খ. ম. মাহমুদুল হাসান।
কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার (১৪ ডিসেম্বর) শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি, কাহালু থানা অফিসার ইনচার্জ মো.শাহীনুজ্জামান শাহীন, মুক্তিযোদ্ধা নজিবর রহমান। আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, লিয়াকত আলী সরদার, ফজের আলী, তমিজ উদ্দিন, ইউসুব আলী প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। আলোচনা শেষে দুপুর সাড়ে ১২টায় উপজেলার নারহট্ট ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মরহুম খয়বর আলীর কবর জিয়ারত করা হয়।
জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাটে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় জয়পুরহাটের সীমান্ত পাগলা দেওয়ান বধ্যভূমি এবং সকাল ১০টায় কড়ই-কাদিপুর বধ্যভূমিতে পুষ্পার্ঘ অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর। বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব, জয়পুরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী সরকার মোহাম্মদ রায়হান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি আমিনুল হক বাবুল প্রমুখ।
বাগজানা (জয়পুুরহাট) প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পাঁচবিবি উপজেলার বিভিন্ন বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের নেতৃত্বে সকালে উপজেলার কালিশা বধ্যভূমি, বালিঘাটা ইউনিয়নের কোঁকতারা বকুলতলা, আয়মারসুলপুর ইউনিয়নের কেশবপুর বধ্যভূমি ও ধরঞ্জী ইউনিয়নের নন্দইল আদিবাসী ভাস্কর্য শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি বেলায়েত হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, অতিরিক্ত কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায়, বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, বীরমুক্তিযোদ্ধা হাফিজার রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, থানার অফিসার ইনচার্জ কাওসার আলী, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী প্রমুখ।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে আজ শনিবার (১৪ ডিসেম্বর) বাদ জোহর উপজেলা মডেল মসজিদসহ সকল মসজিদে বিশেষ মোনাজাত ও উপশনাালয়ে প্রার্থনা করা হয়। বিকেলে উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজের নেতৃত্বে আদমদীঘি ব্রিজের পাশে শ্মশান ঘাটিতে চার শহীদ বীর মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভ বদ্ধভুমিতে পুস্পস্তবক অর্পন ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার. সাধারণ সম্পাদক আবু হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা রশিদুল ইসলাম, তহির উদ্দিন, জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেন, সেক্রেটারী গোলাম রব্বানী, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, ওসি এসএম মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, অধ্যক্ষ ভারপ্রাপ্ত এনামুল হক।
আদমদীঘি প্রেসক্লাব: শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আদমদীঘি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সাংবাদিক গোলাম মোস্তফা, বেনজীর রহমান, হেদায়েতুল ইসলাম উজ্জল, আবু মুত্তালিব মতি, মিজানুর রহমান, সবুর খান, মোমিন খান, বীর মুক্তিযোদ্ধা কাবিল উদ্দিন, তহির উদ্দিন, আলিমুদ্দিন, আবেদ আলী, মনসুর রহমান, হৃদয় বর্মন প্রমুখ। সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের সঠিক তালিকা প্রনয়ন করে তাদের রাস্ট্রীয় সম্মাননা দেয়ার দাবি জানানো হয়।
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: দিবসটি উদযাপন উপলক্ষ্যে আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে সারিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা এবং সন্ধ্যায় শহিদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ এবং মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান। বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সারোয়ার ইউসুফ জামান প্রমুখ।
অন্যদিকে সারিয়াকান্দি উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে সন্ধ্যায় আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে পাবলিক মাঠের শহীদ বেদীতে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উদীচী শাখার উপদেষ্টা বাবু অরুণাংশু কুমার সাহা, সভাপতি আমিনুল ইসলাম হিরু, সহ-সভাপতি রনজিৎ কুমার সাহা, বেলাল আহমেদ, সাধারণ সম্পাদক সাহাদত জামান, শাহীন আলম, এস এম সুলতানুজ্জামান সাজু, সুজিত সাগর, রণি মিয়া প্রমুখ।
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটে কালাইয়ে দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে কালাই মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া করা হয়। প্রধান অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন কুমার রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা।
শেরপুর (বগুড়া) সংবাদদাতা : শেরপুর শহর বিএনপির আয়োজনে দিবসটি পালন উপলক্ষ্যে আজ শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টায় স্থানীয় বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুন্ডু। শহর বিএনপির সাধারণ সস্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, বিএনপি নেতা আব্দুল করিম, সোহানুর রহমান লাভলু, জসিম উদ্দিন, কৃষকদলের আহবায়ক আবু সাঈদ, যুবদল দল নেতা আইয়ুব আলী মন্ডল, তরিকুল ইসলাম সম্রাট প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শহিদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও প্রেসক্লাবের পৃথক পৃথক আয়োজন শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে গণ-কবরে পুস্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। আজ শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ ইছামতি হলরুমে ও ধুনট প্রেসক্লাবে পৃথক আলোচনা সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল, সহকারি কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, বীর মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবন, সাংবাদিক জাহিদুল ইসলাম, ইমরান হোসেন, বাবুল ইসলাম, আবু সুফিয়ান, ফজলে রাব্বী মানু, জহুরুল ইসলাম।
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার (১৪ ডিসেম্বর) দিবসটি পালন উপলক্ষে সকালে আলোহালীর বধ্যভূমির স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। এসময় উপস্থিত ছিলেন, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ প্রমুখ।
পরে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মাহমুদুন্নবীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল মজিদ, সহকারী শিক্ষক সুদেব কুমার কুন্ডু প্রমুখ। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব, হাফেজ মাওলানা মুফতি জোবায়ের হোসেন।
সন্ধ্যায় স্মৃতি অম্লান চত্বরে মোমবাতি প্রজ্বলন করা হয়। এছাড়াও দুপচাঁচিয়া প্রেসক্লাবের আয়োজনে বেলা ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক মতিউর রহমান দেওয়ান পলাশের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে.এম বেলাল, সাজু মন্ডল, মেশকাতুর রহমান, অসীম কুমার দাস, মোসফিকুর রহমান সবুজ প্রমুখ।
বগুড়া করোনেশন ইনস্টিটিউশন এ্যান্ড কলেজ: গতকাল সকালে প্রতিষ্ঠানের ভৌমিক হলরুমে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নার্গিস আক্তার, কলেজের প্রভাষক মতিউর রহমান, আতিকুর রহমান (নিপন), নাঈমুর রহমান, বাদশা মিয়া, উম্মুল ওয়ারা মোছা: তছলিমা, আয়শা সিদ্দিকা, সেলিম রেজা, আবুল কালাম আজাদ, বিজয় চন্দ্র বর্মন, নজমুল হক, সিনিয়র শিক্ষক মঞ্জুরুল হক, শফি মামুন, সাইফুল ইসলাম, ছাকোয়াত হোসেন, মোহাম্মদ আলী, জয়শ্রী প্রামানিক, আল-আমিন, রুহুল আমিন প্রমুখ। শেষে শহীদ বুদ্ধিজীবীদের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় দিবসটি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামের অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, ওসি মিলাদুন্নবী, মহিলা বিষয়ক কর্মকর্তা মাইনুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েতুর রশিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, হিসাব রক্ষক অফিসার রুহুল আমিন প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক ভাবে দিবসটি পালন করা হয়।
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে গণকবর বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার ভাটরা ইউনিয়নের বামনগ্রাম বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু। সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, থানার ওসি তারিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম ছবি, শাহজাহান আলী, সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী, পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, ভাটরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন