স্মৃতিসৌধে ফুল দিতে এসে আটক আ’লীগের ৭ নেতাকর্মী

মফস্বল ডেস্ক : বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন আওয়ামী লীগের সাত নেতাকর্মী। আজ সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধের ভেতর থেকে তাদের আটক করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুবসহ সাতজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
আরও পড়ুনমন্তব্য করুন