পাবনার ভাঙ্গুড়ায় শিয়ালের কামড়ে আহত ৩

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় শিয়ালের কামড়ে এক মহিলাসহ তিনজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পৌর সদরের কুমড়াডাঙ্গা মাঠে এ ঘটনা ঘটে। তারা তিনজনই কয়েক মিনিটের ব্যবধানে ওই মাঠের মধ্যদিয়ে রাস্তা ধরে গন্তব্যে স্থানে যাওয়ার সময় আক্রান্তের শিকার হন। আহত তিনজন হলেন- সদরের দক্ষিণ সারুটিয়ার রেনু খাতুন (৬২), শাজাহান আলী (৪৮) এবং কুমড়াডাঙ্গার জব্বার আলী (৪২)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ভুক্তভোগীরা জানান, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আহত বৃদ্ধা রেনু খাতুন নিজ বাড়ি সারুটিয়া থেকে কুমড়াডাঙ্গা মাঠের মধ্যদিয়ে যাবার সময় হঠাৎ করে পেছন দিক থেকে শিয়াল এসে পায়ে কামড়ে ধরে। এসময় তার চিৎকার করলেও এলাকায় কোন লোকজন না থাকায় কেউ এগিয়ে আসেনি। শিয়াল পায়ে কামড় দিয়ে ধরাবস্থায় অবস্থায় বৃদ্ধা নিজের পায়ের জুতো দিয়ে আঘাত করার পর তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
তার কিছুক্ষণ পরই একই রাস্তা দিয়ে কৃষক শাজাহান আলী ও শ্রমিক জব্বার আলী বাজার যাওয়ার সময় একই কায়দায় ওই শিয়াল দু’জনকে কামড়ে আহত করে। এ ঘটনার খরব চারদিকে ছড়িয়ে পড়লে সংঘবদ্ধ জনতা লাঠিসোটা ও দেশিয় অস্ত্র নিয়ে ধাওয়া করে পাগলা শিয়ালকে পিটিয়ে মেরেছে।
আরও পড়ুনভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম জানান, আহতরা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সরকারিভাবে জলাতঙ্ক রোগের কোন ভ্যাকসিনের সরবরাহ নেই। সে কারণে আহতদের জলাতঙ্ক রোগের ভ্যাকসিন বাইরে থেকে সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন