বগুড়ার আদমদীঘিতে নাশকতা মামলায় আওয়ামীলীগ নেতা হজরত আলী গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক হজরত আলী (৫৪) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হজরত আলী আদমদীঘি উপজেলার কায়েতপাড়া গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে। সে সান্তাহার ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি অফিস ভাঙচুর এবং শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিলা ও তারেক রহমানের ছবিতে অগ্নিসংযোগের মামলায় গতকাল সোমবার বিকেলে হজরত আলীকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনআদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ওমর আলীকে আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন