বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীতে সেনাবাহিনীর অভিযানে চায়না দুয়ারি জাল জব্দ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : নিষিদ্ধ চায়না দুয়ারি জাল এবং কারেন্ট জাল ব্যবহার বন্ধে সারিয়াকান্দির যমুনা নদীতে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ মঙ্গলবার (৮ জুলাই) দিনব্যাপী এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন এবং সারিয়াকান্দি সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু নছর নঈম। অভিযানে ১৮৪ টি চায়না দুয়ারি জাল এবং ৭ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
জানা গেছে, উপজেলার যমুনা নদী থেকে অবৈধভাবে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করা হয়। এতে যমুনা নদীর মাছ একেবারেই নি:শেষ হতে চলেছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের প্রেম যমুনার ঘাটের সামনে এবং কর্নিবাড়ী ইউনিয়নের দেবডাঙা নৌঘাটে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে যমুনা নদীতে মাছ শিকারের জন্য পেতে রাখা ১৮৪ টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।
পরে একই অভিযানে ৭ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য সাড়ে ৮ লাখ টাকা। পরে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন বলেন, যমুনা নদীতে অবৈধভাবে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকারের ফলে দিনদিন আমাদের নদী থেকে দেশীয় প্রজাতির বিভিন্ন ধরনের মাছ হারিয়ে যাচ্ছে।
আরও পড়ুনতাই নিষিদ্ধ জাল জব্দ এবং ধ্বংসের পাশাপাশি আমরা জেলেদের অবৈধ পদ্ধতিতে মাছ শিকার বন্ধ করতে সচেতন করছি। অবৈধ মাছ শিকার বন্ধ করতে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।
মন্তব্য করুন